ডঃ কালাম আজাদের ৩ লাইনের ওয়াজগুচ্ছ

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২১ মে, ২০১৩, ০৪:৫৯:৫৩ বিকাল

১-

প্রচন্ড ক্ষমতার সাথে পরম দয়া ও করুনা থাকায় তিনি আমাদের প্রতিপালক,

আর প্রচন্ড ক্ষমতার সাথে হিংসা ও ক্রোধ থাকায় সে হলো ফেরাউন।

আমরা প্রতিপালক হতে পারব না, তবে ফেরাউন হতে চাই না।

২-

অহংকার মানুষকে বোকা বানিয়ে ফেলে

আর ধৈর্য্য মানুষকে সুবিবেচক বানায়।

এখন সিদ্ধান্ত নিন আপনি কি হবেন।

৩-

মানুষ জীবনের কোন এক পর্যায়ে এসে চরম্অভাবে আপমানিত হবে যদি কারো তিনটা লোভের যে কোন একটা লোভ থাকে। তাহলোঃ

ক্ষমতার লোভ, অর্থের লোভ আর যৌন লোভ (নারী লোভ)।

৪-

মানুষের যত বেশী টাকার লোভ হয় সে ততো বড় জানোয়ারে পরিণত হয়।

আর যার যত বেশী জ্ঞানের লোভ হয় সে ততো বেশী বিনয়ী হয়।

বিনীত মানুষ হতে চাই, মানুষ হয়ে জানোয়ার কেন হবো?

৫-

কাফির দেশের কাফির রাজা একবার মিথ্যা বললে তাকে ইম্পিচ করা হয় বা তারা পদত্যাগ করেন।

আর মুসলমান দেশের মুসলমান নেতারা মিথ্যার বেসাতী করেই টিকে থাকেন।

মুসলমান হওয়ার এটাই কি ফায়েদা?

============ আমার আগের ব্লগ পোস্টঃ মুমিনদের হত্যাকারী হাজ্জাজ বিন ইউসুফ এর ব্যাপারে হাসান বসরী (র) এর উপদেশ

Click this link

বিষয়: সাহিত্য

২০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File