আপনার দুই সৈনিককে কেউ পরাজিত করতে পারবে না
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৭ মে, ২০১৩, ০৪:৫৬:১১ বিকাল
কিছুদিন হলো একেবারে স্তব্ধ হয়ে গেছি। অনেক ভাবনা মাথায় আসছে যাচ্ছে। তারপরও লেখার উদ্দীপনা হারিয়ে ফেলেছি। নিজকে মনে হয় একজন স্বার্থপর আরামপ্রিয় মানুষ। এখন যে অবস্থানে আছি, তাতে বেশ অসহায় মনে হয়। এই ব্লগে অভ্যাস মত নিয়মিত ঢূ মারি দৈনিক। কিন্তু কিছু লিখিও না। অন্যের লেখায় মন্তব্য করতেও অনুপ্রেরণা পাই না।
আজ সকালে খেলার মাঠে ছাত্রদের সাথে ছিলাম। এমন সময় ছোট্ট একটা ম্যাসেজ পেলাম মোবাইলে।
"দুই সৈনিককে কেউ পরাজিত করতে পারবে না:
১- আপনার মনের ইখলাস, ও
২-দোয়া"।
বলেছেন ইমাম ইবনে তাইমিয়া।
আর হাদীসে তো আছেইঃ মুমিনের শ্রেষ্ঠ অস্ত্র হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা।
রাসুলুললাহ (স) এতো ভালো মানুষ হয়েও আল্লাহ পাকের কাছে যত বেশী ধর্ণা দিতেন, আমরা সে হিসাবে আল্লাহর কাছে খুব কম হাত উঠাই।
আসুন, আমাদের মনের ইখলাসকে সবসময় শানিত রাখি। তাহলে বেচে থাকলেও আমরা হবো সফল ও সার্থক। আর এতে মরে গেলেও হবো সফল।
বিষয়: বিবিধ
২৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন