জুলুমের শেষ আছে, জালেমের পতন আছে। প্রয়োজন একটু ধৈর্য্যের।

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৭ মে, ২০১৩, ০৩:১৭:১৬ রাত

আমরা আজ হতবাক।

চারিদিকে লাশ আর লাশ।

ওদেরকে চিনি না।

তারপরও বুক ফেটে দর দর করে চোখ ভিজে যাচ্ছে।

নিরপরাধ সরল মানুষ ছিলো ওরা।

হায়রে সোনার বাংলা!!

তোমার বুকে আজ এক জাহান্নামী পরিবেশ।

তবে, মনে রাখতে হবেঃ

জুলুম-অত্যাচার কখনো চিরকাল টিকে থাকে ন।

অত্যাচারীও টিকে থাকে না চির কাল।

যারা নিজের দেশের নাগরিকদেরকে পাখির মত মারতে পারে, তাদের জন্যে ররয়েছে ভয়াবহ পরিনতি।

অত্যাচারীর পতন হয় বড়ই অসম্মানজনকভাবে।

ইতিহাস তাদের গায়ে যুগযুগ ধরে থুথু দিয়ে থাকে।

মনে আমাদের ভীষন কষ্ট।

তবে, সামনে সোনালী সূর্য্য আছে।

মুমিনের জন্যে রয়েছে পরম সুখময় আখেরাত।

জীবনের বিনিময়ে জান্নাত কিনে নেওয়ার উদাহরণ তো যুগযুগ ধরেই চলছে।

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File