'আমি একজন সত্যিকার মুসলিম, তবে ইসলামের পক্ষে নই' এবং এক ইহুদী নাস্তিক ধর্মনিরপেক্ষ বিশ্বরাজনীতিবিদ ডেভিড মিলিব্যান্ড এর গল্প
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ মে, ২০১৩, ০১:৪০:৫৭ দুপুর
আমাদের দেশটা এখন আজগুবি লোক, কথা ও কাজে ভরে গিয়েছে। স্বাধীন দেশের মানুষ যে যেভাবে কাজ করছেন, যাচ্ছেতাই বলে যাচ্ছেন।
এমন একটি আজগুবি কথা হলোঃ আমি মুসলিম, আমি ধর্মনিরপেক্ষ, তাই ইসলামের পক্ষ নেই না।
ভাই-বোন!! আপনি যদি দাবী করেন আপনি একজন ভালো মুসলমান, তাহলে ইসলামের পক্ষ না নিয়ে কার পক্ষ নিবেন?
বাস্তবে দেখা যায়- এই জাতীয় আজগুবি মুসলমানরা অত্যন্ত স্বচ্ছন্দে পাকা নাস্তিকদের সাথে মাখামাখি করছেন, ইসলামের চরম শত্রুদের সাথে প্রাণের বন্ধুর মত উঠাবসা করছেন। আর ভালো মুসলমানদের সাথে চলতে গেলেই তারা হয়ে যান মৌলবাদী!!
এবার একজন বৃটিশ নাস্তিক ধর্মনিরপেক্ষ প্রথম সারির রাজনীতিকের গল্প শুনুন।
প্রাক্তন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ডেভিড মিলিব্যান্ড একজন ইহুদী পরিবারের নাস্তিক। কিন্তু দেখুন ইহুদীদের প্রতি তার কতো গভীর দরদ। তিনি এখন রাজনীতি ছেড়ে, বৃটেন ছেড়ে পাড়ি জমিয়েছেন আমেরিকাতে একটা ইহুদী দাতব্য সংস্থা -ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির চেয়ারমান হিসাবে।
আমার দেশের ঐ সব ধর্মনিরপেক্ষরা দেখুন- এই নাস্তিক ইহুদী কি বলেছেনঃ
The organisation was founded at the suggestion of Albert Einstein in the 1930s for those fleeing the Nazis, so given my own family history there is an additional personal motivation for me. I feel that in doing this job I will be repaying a personal debt. Click this link
আর আপনারা এক মুখে ভালো মুসলমান হবার দাবী করেন আবার অন্য দিকে ইসলামের বারোটা বাজিয়ে ইসলামের শত্রুদের কাধে কাধ মিলিয়ে, গলায়-গলায় কাজ করেন।
আপনাদের কথাটা এমন শুনায়- আমি এই দেশের মানুষ, তবে এই দেশের পক্ষে নই। একথা বললে যেমন আমাকে দেশদ্রোহী বলবেন, একই কথা বলার কারণে আপনাকে ইসলামদ্রোহী বলা যাবে না কেন?
আমি যদি বলি- আমি এই দেশের পক্ষে নই, তবে একজন সত্যিকার দেশ প্রেমিক, আমাকে আপনারা অবশ্যই পাগল বলবেন।
তবে আমরা আপনাকে পাগল বলতে চাই না। আমরা বলব- আপনি চরমভাবে বিভ্রান্ত।
যদি সত্যিকার অর্থেই মুসলমান হন তাহলে বুক ফুলিয়ে বলুনঃ আমি ইসলামের পক্ষে, শয়তানের পক্ষে নই।
========== আগের লেখাঃ সাভারে ভবন ধ্বস এখন বহির্বিশ্বে আমাদের জন্যে নিয়ে এসেছে চরম মর্যদার ধ্বস, অতঃপর বানিজ্যিক ধ্বসClick this link
বিষয়: রাজনীতি
২০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন