একটু হাল্কা রসিকতার গল্পঃ আহা!! আমি যদি মেয়ে হতাম !!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ৩০ এপ্রিল, ২০১৩, ০৪:০২:১৬ রাত
একজন আমাকে দেখে বললেনঃ ভাই, খুব কষ্টে আছি।
লোকটাকে আমি চিনি, হাসি-খুশী মানুষ। তাঁর কষ্টে থাকার কথা শুনে একটু চমকে উঠলাম। একটু অতিরিক্ত দরদ মিশিয়ে বললামঃ কেনো ভাই, কি হলো আবার।
তা আপনার কষ্টের কথা কি শুনতে পারি?
উনি বল্লেনঃ ধন্যবাদ ভাই। কিন্তু আমার যে কষ্ট সেখানে আপনি বা কোন মানুষ কিছুই করতে পারবেন না।
আরো অবাক হয়ে বললামঃ সর্বনাশ, কি হলো আপনার?
তিনি বললেনঃ ভাই আর বলবেন না, জন্মের দোষ। জন্মেছি পুরুষ হয়ে। এখন দেখছি মেয়ে লোক হলেই ভালো হতো।
বললাম, কি আশ্চর্য ব্যাপার!! পুরুষ হয়েছেন তো ভালোই হয়েছেন। এতে দুঃখিত হবার কি আছে?
দুঃখ হলো এই যে, বাংলাদেশে এখন মেয়েদের খুব দাম। প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, বিদেশ মন্ত্রী, সদেশ মন্ত্রী সবাই মেয়ে। এখন স্পিকারও মেয়ে। বাকী থাকলো প্রেসিডেন্ট পদটা। সাজেদা চৌধুরী বা মতিয়া চৌধুরী তো প্রায় প্রেসিডেন্ট হয়েই গিয়েছিলেন। তবে আমি মেয়ে হলে অবশ্যই এই দেশের প্রেসিডেন্ট পদটা নেওয়ার চেষ্টা করতাম।
আমি বললাম, ভাইয়া, এর প্রভাব কি আপনার ঘরেও পড়েছে?
তিনি বললেনঃ তা বাদ যায় কেমনে? যেমন রাজা, তেমন তার প্রজা।
আরো শুনবেন?
বললাম, বলেন, আজকে আপনার কাছে শুধু শুনবো।
আচ্ছা আরো শোনেন তাহলে।
দেখেন না, মেয়েদের একটা ফেস বুক খুললে বেটারা হুমড়ি খেয়ে পড়ে। আর আমরা অন্যকে ইনভাইট করলে রিজেক্ট করে দেয়। তা মেয়ে হলেই ভালো ছিলো না?
বিষয়: সাহিত্য
১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন