'বঙ্গবন্ধু হচ্ছেন শেখ হাসিনা !!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ এপ্রিল, ২০১৩, ০৫:৩১:০৭ বিকাল
বৃটেনে ১২ জন বাংলাদেশী স্কুল ছাত্র-ছাত্রীকে নিয়ে ছুটির দিনে একটা বিশেষ বাংলা ক্লাস নিচ্ছিলাম পূর্ব লন্ডনের একটা লাইব্রেরীতে। পড়ার বিষয় ছিলো খেলাধূলা। সে দিন ছিলো আবার লন্ডন ম্যারাথন দৌড়। ভাবলাম, আজকে এই বিষয় নিয়ে পড়াব ও লেখাবো। সাথে সাথে দেখা যাক খেলাধুলা নিয়ে বাংলাদেশের কিছু দেওয়া যায় কি-না।
একটা অনলাইন বাংলা ম্যাগাজিনে পেলাম অষ্টম বাংলাদেশ গেমসের টাটকা খবর। সেখানে ছিলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন হয়েছে। পড়ানোর সময় ভাবলাম- দেখি আমাদের বিলেতী বাংলাদেশী ছেলে-মেয়েরা বঙ্গবন্ধু সম্পর্কে জানে কি-না বা কতটুকু জানে।
বললামঃ আচ্ছা আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন দিব। এক কথায় তার উত্তর লিখবে।
আমার প্রশ্নঃ বঙ্গবন্ধু কে ছিলেন?
দেখুন তাদের উত্তরঃ
একজন লিখেছেঃ বংগবন্ধু একটা স্কুল (লন্ডনের একটা প্রাইমারী স্কুল)
আরেকজন লিখেছেঃ বঙ্গবন্ধু হলেন শেখ হাসিনা
আরেকজন লিখেছেঃ তিনি হলেন 'কালো ব্লেজার (কোট)'।
মাত্র দুইজন জানে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান। এদের জন্ম বাংলাদেশে এবং লন্ডনে এসেছে মাত্র দুই বছর।
আর বাকী সাত জন ছাত্র-ছাত্রী জানেই না বঙ্গবন্ধু কে ছিলেন।
আমি শুধু খবরটাই আপনাকে জানালাম। আর মন্তব্যের ভার এখনকার মত আপনাদের ওপর ছেড়ে দিলাম।
============ আমার আগের লেখাটা ছিলোঃ বাংলাদেশ উন্নত হতে হলে কি ধর্মের প্রয়োজন আছে? দেখুনঃ Click this link
বিষয়: বিবিধ
১৭৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন