নববর্ষের নবরসঃ তরতাজা ব্লগ, টকটকে স্ত্রী ও রগরগে রাজনীতি

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৫ এপ্রিল, ২০১৩, ০২:৩৭:৫১ রাত

বাংলাদেশের বর্তমান রগরগে রাজনীতি নিয়ে ব্লগে টাটকা খবর ও মন্তব্য আসে। যার বেশীরভাগই মন্তব্যমূলক। ব্লগে লেখার চেয়ে মন্তব্যগুলো বেশী উপভোগ্য হয়। আর এই মন্তব্য-সাগরে শীতল মন্তব্যের চেয়ে প্রান্তিক মন্তব্যই বেশী থাকে।

তাই কারো কারো মতে এই ব্লগ একটা আস্ত শয়তান বা ডানাকাটা পরী। এখানে একবার পেয়ে বসলে বের হওয়া সহজ নয়। দেশের রাজনীতির রগরগে খবর পাওয়া যায় এখানে। অনেকে মনের ঝালও মেটান এখানে।

কিন্তু সমস্যা হয়েছে অন্য আরেক জায়গায়। ব্লগের সাথে সম্পর্ক নিবিড় হওয়ার কারণে ব্লগের সাথে সাতিন্য তৈরী হয়েছে আমাদের অনেকের স্ত্রীদের।

ওপরের তিনটি বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের প্রশ্নঃ কোনটা ছেড়ে কোনটা ধরি?

সম্মানিত ব্লগাররা, এই নববর্ষে এই নব-সমস্যাটা নিয়ে একটু ভাবুন।

দেশীয় রাজনীতি ও সাংসারিক রাজনীতির দোটানায় এখন কি করা যায় বলে মনে করেন?

পুনশ্চঃ আমি ব্যক্তিগতভাবে আপাতত এই দোটানা থেকে এখনো কিছূটা নিরাপদ দূরত্বে আছি।

বিষয়: সাহিত্য

১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File