ভন্ডামীর উপকারিতা !!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১০ এপ্রিল, ২০১৩, ০৩:৩০:৫০ দুপুর
ভন্ডামী কাকে বলে তা মনে হয় আপনাদেরকে বুঝাতে হবে না। কারণ যারা বাংলাদেশী তারা ইতোমধ্যেই জেনে গিয়েছেন ভন্ডামী কত প্রকার ও কি কি? বুড়া ভন্ড, জোয়ান ভন্ড, বেটা ভন্ড, বেটী ভন্ড।
ভন্ডরা মনে করেন তারা খুবই বুদ্ধিমান ও স্মার্ট। তাদের অনেক সুনাম, অনেক টাকা, অনেক সম্মান----
কিন্তু তারা টাকার অপর পাশটা দেখেন না।
দেখুন আমাদের মত সাধারণ মানুষ তাদেরকে কিভাবে দেখেনঃ
১- ভন্ডদেরকে কেউ বিশ্বাস করেন না। আসলে, তারা নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করেন না।
২- ভন্ডরা মারাত্মক স্বার্থপর, বোকা ও চরম সুবিধাবাদী।
৩- এরাই হলেন চরমপন্থী, ঘৃণা-বিদ্বেষকারী ও সাম্প্রদায়িক।
৪- তারা মানুষ মেরে মিষ্টি বিরতণের মত মারাত্মক মানবতাবিরোধী কাজ করেন।
৫- ভন্ডরা নিজেদেরই শত্রু। কারণ, তারা নিজেদের দুনিয়া ও আখেরাতের চরম ক্ষতি করেন কিন্তু তারা তা বুঝতে পারেন না।
============== আমার আগের পোস্ট ছিলঃ =====
মুসলিম ঘরের ছেলে মেয়েরা কেন নাস্তিক বা ইসলাম বিরোধী হচ্ছে? Click this link
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন