প্রভুর বন্ধুরা !! একটু শোন
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৫ এপ্রিল, ২০১৩, ০২:৩৪:২৭ রাত
বিজয় যদি পেতে চাও,
বিপদের ঘনঘটায় চেয়ে থাকো আকাশ পানে,
মনটাকে নিয়ে যাও প্রভুর একান্তই কাছে,
বিজয় চলে আসবে তোমার হাতের মুঠোয়।
============
যুগে যুগে হেরেছে মুসলমানেরা
যখন তারা তাদের প্রভুকে ভুলে পরনারী-মদে ডুবে গিয়েছে।
হেরেছে আল্লাহর শত্রুরাও চরমভাবে
যখন তারা সরে গিয়েছে প্রভুর কাছ থেকে অনে---ক দূরে।
============
এই!!!
চেয়ে দেখ পুব-আকাশে
রাত পোহাবার নেই দেরী।
তোমরা আছো প্রভুর খুব কাছে
তাই বিজয় এসেছে তোমাদের দোরগোড়ায়।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন