- সত্যকে ঘৃণা করি -

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৫ মার্চ, ২০১৩, ০৯:৪০:৪৫ রাত

সত্যকে ঘৃণা করি , আমি সত্যকে ঘৃণা করি ;

সত্য যে একদম উলঙ্গ নগ্ন নিষ্ঠুর -

আমি সহ্য করতে পারি না , সহ্য হয় না ।

যখন চোখের সামনে দিয়ে তুমি অন্যের হয়ে যাও ,

যখন আমারই পরিচয় করিয়ে দেওয়া ছেলেটির সাথে -

হাতে হাত ধরে তুমি হাসতে হাসতে চলে যাও _ তখন _

বুকে খঁচ করে কি যেন বিঁধে ।

তুমি যখন মিষ্টি করে আমার সাথে কথা বলতে-

আমার হাতটি ধরে থাকতে ; কতইনা ভাল লাগত ;

যদিও তুমি মিছিমিছি ভালবেসে ছিলে ,

কিন্তু এই মিথ্যেটাকেই আমি ভালবাসি _

সত্যকে ঘৃণা করি , ঘৃণা করি , ঘৃণা করি ।

সারাটি জীবন এই মিথ্যেটাকে বুকে রেখে যাব ,

আমি যে ভীতু , কাপুরুষ , অর্বাচীন তাই তোমাকে ধরে রাখতে পারি নি-

চেয়েও পারি নি আত্মহত্যা করতে ,

সারাটি জীবনভর যন্ত্রণাই হল আমার সত্য , আর

আমি সত্যকে ঘৃণা করি , ঘৃণা করি , ঘৃণা করি ॥!॥

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File