রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৫ মার্চ, ২০১৩, ১১:৩৪:৩৭ সকাল

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের

মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের

বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক

নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর

প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ

জানালো তার জীবন বাঁচানোর জন্যে।

প্রতিদিন সে দ্বীপের

তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ

সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই

তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই

মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর

তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন

থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের

মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন

দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন

লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার

কালোধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।

লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও

রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম

ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের

দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো।

সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকাপরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো, ‘তোমার

জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’

যখন আমরা খুব বিপদে পরি তখন আমরাপ্রায়

সবাই হতাশ হয়ে পড়ি।

আমরা ভুলে যাই,'তিনি যা করেন তা আমাদের

ভালোর জন্যেই করেন।' তাই এরপর যখন আপনার

ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই

ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ

থেকে উদ্ধার করবে।

বিষয়: বিবিধ

২০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File