ব্যাকডেটেড বয়

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৩ মার্চ, ২০১৩, ০৪:২১:০০ বিকাল

সবাই বলে আমি নাকি backdated ছেলে ,

মাথায় আমি টুপি পড়েছি modern hat ফেলে।

বামদের মিছিলে আমি যাইনা এখন আর ,

তাই নতুন নাম পেয়েছি "নব্য রাজাকার"।

মুখে আমার যত্নে আছে একগোছা দাড়ি ,

"বউ পাবিনা "শুনতে হয় এমন কত ঝাড়ি ।

আযান দিলে যখন বলি "আয় নামাজটা পড়ি",

"দোস্ত তোরা ভাল পোলা" freind বলে"sorry"।

সিগারেটের গোড়াঁয় আমার পড়ে না কোন ফুঁক ,

সুন্দরি মেয়েদের প্রতি নেই যে কোন ঝোঁক ।

এ যুগের ছেলে নাকি তাদের শুধুই বলে ,

সিগারেট আর poker যাদের হাতে হাতে চলে ।

এভাবে চললে যদি modern আমি হই ,

তবে আমি খুশিরে ভাই ,আমি modern নাই ।

courtesy :

Δяαƒίη єαՖнαт

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File