আমৃত্যু কান্না
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২২ মার্চ, ২০১৩, ০২:৪৯:৪৬ দুপুর
জন্মলগ্ন থেকেই কাঁদছি ,
যখন মায়ের উষ্ণ জরায়ু থেকে পৃথিবীতে মস্তকার্পন করেছি তখন থেকেই আমার কান্নার সুচনা ।
প্রথম কান্না ছিল এক নারীর অবদান আর তিনি ছিলেন আমার মা ,
সেই কান্না সবার মনে আনন্দের ঢেউ তুলে ,
আর আজ যখন ১৯টি বসন্ত পর কাঁদছি তখন সেই মানুষগুলিই কষ্ট পাচ্ছে যারা ১৯ বছর আগে আমার কান্না শুনে আনন্দে হেঁসেছিল॥
আজই আমার শেষ কান্না ,
আমি আর কাঁদব না ,
কাঁদার কোন কারণই থাকবে না ।
ভাবতে অবাক লাগে আমার জীবনের শেষ কান্নাটাও অন্য এক নারীর জন্য ।
আচ্ছা ওরা কি সবাইকে কাঁদিয়ে আনন্দ পায় ?
নাকি শুধু আমাকে ?
আমি জানি না , জানি নাহ্ ॥
ঘন্টায় ৮০মাইল বেগে ট্রেনটি আসছে ,
আমি দেখছি , দেখছি আর ভাবছি ,
ভাবছি আর দেখছি ;
কত সুন্দর সাপের মত এগিয়ে আসছে রেলের গাড়িটা ,
কু উউ ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক .. ..
বিষয়: সাহিত্য
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন