কোরআনের একটি আয়াত ও ১৪০০ বছর পরের এস্ট্রোসায়েন্স

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৮ মার্চ, ২০১৩, ০১:৫১:১৪ দুপুর

"(তখন তোমরা কী করবে) যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মত হবে । "(সূরা আর রাহমান, ৫৫ : ৩৭)

‘নাসা’ সম্প্রতি আসমানসমূহের একটি বৈশিষ্ট্যপূর্ণ ছবি প্রকাশ করেছে । আগ্রহী ব্যক্তিগণ ‘নাসা’ থেকে এই ছবিটিসংগ্রহ করতে পারেন ( অথবা গুগলে Cats Eye Nebula লিখে সার্চ দিয়ে ছবিটি দেখতে পারেন ) । এর নামকরণ করা হয়েছে Cats Eye Nebula (বিড়াল চক্ষু নীহারিকা) ।নাসা এই চিত্রটি ধারণ

করে ১৮ সেপ্টেম্বর ১৯৯৪ তারিখে । এর অফিসিয়াল সংকেত হল ‘NGC 6543’ । এই ছবিটি দেখতে লাল গোলাপের পাপড়ির মত । এই আয়াতে কুরআন মাজিদ বলে,

এমন একদিন আসবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে । এবং তা গোলাপের মত লাল

বস্তুতে পরিণত হবে । নাসা ’র মহাকাশ বিজ্ঞানীরা বলেন, এই চিত্রটি একটি নক্ষত্রের মুত্যৃ ও ধ্বংসের চিত্র প্রদর্শন কিংবা প্রতিনিধিত্ব

করে যা আসমানে সংগঠিত হয়েছে তিন হাজার আলোক বর্ষের দূরত্বে । কুরআন

মাজিদ কিভাবে আজ থেকে শত শত বছর পূর্বে একথা বলতে পারল যে, যখন

মহাবিশ্বে একটি নক্ষত্র সশব্দে বিদীর্ণ হবে, যা দেখতে একটি গোলাপের লাল

পাপড়ির মত দেখাবে- তা সর্বজ্ঞাতা, জ্ঞানময় প্রভু আল্লাহ তাআলার পক্ষ

থেকে অবতরণ ব্যতিরেকে হতে পারে না ।তার সঙ্গে যোগ করা যেতে পারে যে, মহাবিশ্ব নিয়ত সম্প্রসারণশীল অবস্থায়রয়েছে । একদল বিজ্ঞানী অসংখ্য

প্রমাণের ভিত্তিতে ধারণা পোষণ করেন যে, এই সম্প্রসারণ একদিন

থেমে যাবে এবং সংকোচনের প্রক্রিয়া শুরু হবে । মহাবিশ্ব তখন একটি বেলুনের

মত সংকুচিত হবে এবং কুঁচকে যাবে । সকল গ্রহ-উপগ্রহ

যা বর্তমানে মহাকাশে পরস্পর বহুদূরে এবং ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায়

রয়েছে সেগুলি খুব নিকটে চলে আসবে একটি বেলুনের উপরিভাগের বিন্দুসমূহের মত করে । যেহেতু সংকোচন প্রক্রিয়া অব্যাহত থাকবে, ফলে গ্রহ-উপগ্রহের বিভিনু

দল পরস্পর সংযুক্ত হয়ে যাবে এবং একটির সঙ্গে আরেকটির

ধাক্কা লেগে সশব্দে বিস্ফোরিত হয়ে আরোঅধিক লাল গোলাপী চিহ্নের

সৃষ্টি করবে । শেষের দিকে পুরো মহাবিশ্বই লাল গোলাপের পাপড়ির মত

দেখাবে । (আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন) এটি হতে পারে কিয়ামত দিবস

এবং পৃথিবীর সমাপ্তি । তবে এই আয়াতে মহাকাশে নক্ষত্রের বিস্ফোরণ ও মুত্যৃর একটি স্বচ্ছ বৈজ্ঞানিক উদ্ধৃতি প্রদান

করা হয়েছে এবং তেমনিভাবে কিয়ামতের দিবসে এই পৃথিবীর পরিসমাপ্তির বিষয়টিও

পরিষ্কার হয়েছে । আরো উল্লেখ্য যে,জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে অসংখ্য

লাল গোলাপী চিহ্নেরপ্রমাণ পেয়েছেন,এসব কিছু পূর্বেকার নক্ষত্রসমূহের মৃত্যুর

কথাই ব্যক্ত করে ॥

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File