আল্লাহর সার্বভৌমত্ব কি ? আর আমাদের বর্তমান সরকার ।

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২২ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৩:০৫ বিকাল

মাওলানা আবুল কালাম আযাদের কথা কি মনে আছে?

উনাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, 'অনেরবল মাওলানা,

আপনি কি জানাবেন

'Sovereignty of Allah'(আল্লাহর সার্বভৌমত্ব) এই কথাটার

মানে কি?''

মাওলানা আযাদ এই প্রশ্নের যে উত্তর দিলেন আমার সারা শরীরে যেন সাথে সাথে আগুন জ্বলে উঠলো।

এই প্রশ্নের উত্তর যে এরকম হতে পারে তা তো আমি আগে কখনো এভাবে ভাবি

মাওলানা আযাদের উত্তরটা ছিল এমন, ‘’আজ যদি লক্ষ লক্ষ লোক ঢাকা শহর

থেকে মার্চপাস করে তুরাগ বা বুড়িগঙ্গা বা শীতলক্ষার পাড়ে গিয়ে মোনাজাত করে তাতে গাছের একটা পাতাও নড়বে কিনা জানিনা তবে এই ঢাকার রাজপথে ৪০-৫০জন তরুণ-যুবক যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার

ধ্বনি দিয়ে 'আল্লাহ্র আইন চাই,

সৎ লোকের শাসন চাই' এই কথাটা বলা শুরু করে তাহলে দিল্লির অন্তরে মুহূর্তেই

কম্পনের ঢেউ সৃষ্টি হবে।

আর সেই ঢেউ দিল্লি- মস্কো হয়ে ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউজের উপর আছড়ে পড়বে।

আর এটার নামই হচ্ছে আল্লাহ্র সার্বভৌমত্ব।

‘’ এই কথাটির প্রমান পাচ্ছি এখন হররোজ---------

আজ আসরের নামাজের পরে গুলশান জামে মসজিদের সামনে এই ভাবেই ধ্বনিত হল

আকাশ-বাতাস কাপিয়ে কিছু যুবকের কন্ঠে---"নারায়ে তাকবির-আল্লাহু আকবার"---সব মিলিয়ে ৩ মিনিটের মত,

ব্যাস তারা আবার মিলিয়ে গেলো।

কিন্তু রেশ রয়ে গেল দীর্ঘক্ষন।

মূহুর্তেই রাস্তার দু দিকের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল,

পুলিশ- র্যেব এসে জড়ো হয়ে গেল,

চ্যানেল ২৪ এর এক খানা গাড়ি ও চলে এল ঘটনা স্থলে।

কিন্তু কোথায় কি!!!

মিছিলকারীরা তো ভ্যানিশ অনেক আগেই।

আইন শৃংখলা বাহিনীর তড়িৎ উপস্থিতি,

মিডিয়ার তৎপরতা----

ইত্যাদি আয়োজন দেখে উন্নত বিশ্বের আইন ব্যাবস্থার ন্যায় মনে হবে,

কিন্তু না এটা আমাদের বাংলাদেশ।

কিন্তু কেন?

এর কারন একটাই বর্তমান সরকার আল্লাহর ধ্বনি উচ্চারিত হওয়ার সাথে সাথে তা স্তব্ধ করে দিতে বদ্ধপরিকর।

নায়ারে তাকবীর শ্লোগান যে আল্লাহর সার্বভৌমত্বের প্রতীক।

আর তাইতো চলে নারায়ে তাকবীর শ্লোগানধারীদের উপর নির্বিচারে গুলি।

মাত্র ৩ মিনিটের আল্লাহু আকবর ধ্বনির রেশ ৩ ঘন্টার ও অধিক কার্যকরী ছিল গুলশান এলাকায়।

আর সারা বাংলাদেশের রাজপথে চলছে এই শ্লোগান যার রেশ চলে গেছে দিল্লীতে অনেকে আগেই।

তাইতো দিল্লী আছে টেনশানে।

আপনারা হয়ত এতক্ষণে বুঝে গেছেন কারা ঐ "আল্লাহু আকবর" ধ্বনি তুলেছিল। জ্বী,

এরাই ইস্লামের মশাল জ্বালিয়ে রাখছে জীবন বাজি রেখে।

এরাই "শিবির"।

আর গুলি করে আল্লাহর সার্বভৌমত্বের

সৈনিকদের কোনদিন স্তদ্ধ করা যবে না। ইনশাআল্লাহ।

নারায়ে তাকবীর-আল্লাহু আকবার শ্লোগানের

শক্তিঃ আল্লাহর সার্বভৌমত্বের প্রতীক!!!

আসুন সবাই আল্লাহর সার্বভৌমত্বের সৈনিকদের জন্য দুহাত তুলে দোয়া করি।

নাসরুম মুবিন নাঈম

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File