বাংলাদেশী বাঙ্গালী ধর্মের অন্যতম স্তম্ভ বিজয় দিবস

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৯:২৬ দুপুর

আজ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে বাংলাদেশি বাঙ্গালীদের অন্যতম ধর্মীয় উতসব বিজয় দিবস। এই দিবস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রি এবং রাষ্ট্রপতি স্মৃতিসৌধ দেবতার পদতলে পুষ্পারঘ অরপন করে পূজার সূচনা করেন । এরপর সারা দেশে স্মৃতি সৌধ ও শহীদ মিনার দেবতাদিগের বেদিতে ফুল ও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে আরতি জানানো হয় । এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় ভক্তিমূলক গানের অনুষ্ঠান আয়োজন করা হয় । পূরব দিহন্তে সূর্য উঠেছে, জয় বাংলা বাংলার জয়, সব কটা জানালা খুলে দাও না এইরকম ভক্তি মূলক গানে দেশের আবহাওা ভারি হয়ে আছে ।

এ বিষয়ে জনাব ফাপর ইক বাল কে চুন্নি হাহা অনুভূতির ব্যাপারে জিজ্ঞেস করলে উনি বলেন " আমাদের বাঙ্গালী ধর্মের অন্যতম স্তম্ভ হল আজকের দিন । আজকে আমি যুদ্ধ করে ধরম রক্ষা করেছিলাম । যাকগে এসব কথা চুন্নি তুমি পরে আমার সাথে অফিসে দেখা করবে, লম্বা অনুভুতি দেবো । এখন একটু ব্যাস্ত কখন যে মৌলবাদি শিবির এসে পরে ককটেল ফাটায় ঠিক নাই, এইজন্য ভয়ে আছি । "

(সপূরন কাল্পনিক কারো সাথে মিলানোর চেষ্টা করা বাঙ্গালী ধিরমে আঘাত হানার সামিল )

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File