১৯৪৭ এর বাংলাবিভাগ কে লাভবান হিন্দুরা নাকি মুসলিমরা ? বাংলার স্বাধীনতার প্রথম শত্রু কারা ?
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ৩০ নভেম্বর, ২০১৩, ১২:৫৮:৪০ দুপুর
অবিভক্ত বাংলা ছিলো মুসলিম অধ্যুসিত এলাকা । কিন্তু এই মুসলমদের বেশিরভাগই ছিলো দরিদ্র কৃষক আর ধনী ব্যবসায়ী জমিদারদের বেশিরভাগই ছিলো সনাতন হিন্দু । সর্বদা শোষনের শিকার হত এই মুসলম কৃষকরা । তাই ১৯০৫ সালের বংগভঙ্গে পূর্ববাংলার মুসলমানরা খুশি হলেও হিন্দুরা একে সুনজরে দেখে নি । ধনী স্বারথবাদী হিন্দুদের প্রায় সকলেই থাকত তৎকালীন অখন্ড ভূভারতের রাজধানী কোলকাতায় । বাংলা ভেঙ্গে গেলে তাদের শোষন বন্ধ হয়ে যাবে এই ভয়ে বিরোধিতা শুরু হয় । পরে ১৯১১ সালে ব্রিটিশ রাজ বাংলা বিভাগের চিন্তা ছেড়ে দিয়ে এইখানে একটা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিলে এইখানেও বাধ সাধে হিন্দুরা । পূর্ববাংলার চাষা ভুষারা লেখাপড়া শিখে গেলে বুদ্ধিমান হয়ে যাবে শোষন বন্ধ হয়ে যাবে । এমনকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিখ্যাত গানটি লিখেন যেটি আজ বাংলাদেশ নামক ভূখন্ডের জাতীয় সংগীত । এটাই বোধ হয় পৃথিবীর ইতিহাসের একমাত্র নজীর যে নিজের বিরুদ্ধে লেখা কোন সংগীতকে রাষ্ট্রীয় সংগীত করা । রবিবাবু আরো বলেছিলেন, " পূর্ববাংলা হলো চাষা ভুষার জাত ওদের আবার বিশ্ববিদ্যালয় কি ? " অথচ এই বিশ্ববিদ্যালয়ই আবার উনাকে ডি,লিট ডিগ্রি দেয় ।
কিন্তু ১৯৪৭ সালে পাশার দান উলটে গেলো । এরাই আবার বাংলা ভাগের দাবী জানালো ! কিন্তু কেন ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবে এই এলাকার মানুষ তখন রাজনীতি সচেতন অধিকার সচেতন । ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের পর থেক বাংলার ক্ষমতায় ছিলো এ,কে, ফজলুল হক, সোহরাওয়ারদি আর ভাষানীদের জয়জয়কার । হিন্দুরা কখনই ক্ষমতায় আসতে পারে নি । ফজলুল হক সরকারের পদক্ষেপের ফলে হিন্দুদের শোষন প্রায় বন্ধ হয়ে যায় তাই তারা ছিল অস্বস্থিতে । তাই ১৯৪৭ সালে তারা ভয় পেয়ে যায় । যদি বাংলা পাকিস্তানে পরে যায় ! তবে কি হবে ? তাই তারা বাংলা ভাগের দাবি জানালো । ওরা যে এরশাদীয় নীতির কঠোর অনুসারী আবার প্রমান হল । কিন্ত শের ই বাংলা সোহরাওারদি অবিভক্ত বাংলার জন্য অনেক চেষ্টা করেন । এমনকি স্বাধিন বাংলার দাবিও জানান । তাদের স্বাধীন বাংলার দাবি হয়তো বাস্তবায়িতও হত শুধু যদি হিন্দুরা আর কংগ্রেস বাংলা ভাগের দাবি না জানাতো, পাকিস্তানের নেতাদের বাংলা নিয়ে তেমন উচ্ছাস ছিলো না । বাংলা ছিলো তাদের কাছে একটা উপরি পাওনা । এজন্যই বাংলাভাগের পর জিন্নাহ বলেছিলেন, " এই পোকায় কাটা পাকিস্তান দিয়ে আমি করবো " / তাই স্বাধীন বাংলার প্রথম বিরোধী হল এই হিন্দুরা ।
বিষয়: রাজনীতি
১৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন