তোমরা যারা হিজাব করঃ ষাঁড় জাফর ইক বাল

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৫ নভেম্বর, ২০১৩, ০২:১৯:৩৬ দুপুর

কিছুদিন আগে আমেরিকায় বেড়াতে গিয়েছিলাম।আসলে বলতে হয় অনেক দিন পরে ই গিয়েছিলাম।ইচ্ছে ছিল লাস ভেগাস নামক অপরুপ এক স্বপ্নপুরীর দর্শন লাভ কিন্তু যে কারনেই হোক যাওয়া হয়ে উঠে নি।যাই হোক একদিন ঘুরতে বেরিয়েছি।এখানকার পার্ক গুলা আমার প্রিয় জায়গা কারন পার্কে গেলে প্রেমিক-প্রেমিকাদের রোমাঞ্চকর মুহুর্ত গুলা উপভোগ করা যায় যার ফলে লেখার জন্য অনেক নতুন জিনিস মাথায় আসে।একসময় সেখান থেকে বেরিয়ে আসলাম।আমেরিকায় গেলে আমি আবার খুব বেশী প্রয়োজন না হলে গাড়িতে উঠি না। তো হাটছিলাম।হঠাৎ সামনে দুরে দেখলাম একটি পশ্চিমা দেশের এম্বেসি কিন্তু লক্ষ করলাম এম্বেসি ভবনের উল্টো দিকের রাস্তায় অনেক মানুষ হাতে বিভিন্ন ধরনের ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে আছে।কৌতুহল নিয়ে কাছে গেলাম।দেখলাম একদল হিজাব করা তরুনী এর নেতৃত্ব দিচ্ছে।মেয়েগুলার হাত দেখে বুঝলাম মেয়েগুলা অনেক সুন্দরী হবে।কিন্তু প্ল্যাকার্ড-ব্যানারের লিখা দেখে বুঝলাম তারা ফ্রান্সে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ জানাতে এখানে এসেছে।

অবাক হলাম এই ভেবে যে আমেরিকার মত একটি আধুনিক মুক্তমনা প্রগতিশীল দেশে এই মৌলবাদী মেয়ে গুলা কোথা থেকে আসল।কিন্তু ভেবে কষ্ট লাগল এই ভেবে যে, যে বয়সে তাদের নিজেকে স্বাধীনভাবে সবার সামনে খুলে ধরার কথা, যে বয়সে তাদের বসে থাকার কথা ছিল প্রেমিকের নরম পরশের আশায় পার্কের নির্জন কোন ব্রেঞ্চে কিংবা মনকে উৎফুল্ল রাখতে হাইটেক ব্রান্ডের কোন মন মাতানো কনসার্টে কিংবা বন্ধুদের সাথে হাসি-আনন্দ ভাগ করে নিতে স্বপ্নের দেশের কোন এক বারে।

কিন্তু আফসোস তারা এখন মধ্যযুগের একটি আরবীয় সংস্কৃতির জন্য এখানে এসে চিল্লা চিল্লি করছে।ভাবতেই ভয় লাগে দেশ-বিদেশে মৌলবাদীরা যেভাবে বেড়ে যাচ্ছে অচিরেই তারা হয়ত এই সুন্দর পৃথিবীকে ১৪০০ বছর আগের সেই বর্বর আইনে ফিরিয়ে নিয়ে যাবে।

আর চিন্তা করতে পারলাম না! মাথাটা কেমন যেন ঘুরে উঠল।

ফেবু থেকে কালেক্টেড

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File