আমার পোস্টের সেঞ্চুরি ও কিছু পরিসঙ্খ্যান

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৩ নভেম্বর, ২০১৩, ০১:৫৬:০৭ রাত

আমি বিডিটুডে ব্লগে আছি ৮ মাস ৯ দিন ।

পোস্ট লিখেছিঃ ১০০ টি (এটা সহ)

মন্তব্য করেছিঃ ২৭৫ টি

প্রতি মন্তব্য করেছিঃ ৩৩২ টি

আমার প্রথম লেখাটি ০৮ মার্চ, ২০১৩, ০৭:৫২:২২ সন্ধ্যায় পোস্ট হয় Panjeri ! শিরোনামে । ৮৩ বার পঠিত এই পোস্টে প্রথম ও একমাত্র মন্তব্যটি করেন জসিম ইয়ামিন যদিও ২ মারচের পর থেকে তিনি গুম হয়ে গেছেন ।

সবচেয়ে বেশি পঠিত পোস্ট প্রকাশ্য যৌণশিক্ষা, যৌণতা ও এর প্রভাব এবং বিভিন্ন দেশের অবস্থা ৬৩৩ বার পঠিত ।

সবচেয়ে বেশি মন্তব্য পাওয়া পোস্ট মহানবী (সাঃ) নুরের তৈরি ছিলেন না মাটি থেকে নবীর সৃষ্টি তার প্রমাণঃ ৩৭টি মন্তব্য পরেছিলো, যদিও পোস্টটি মৌলিক ছিলো না দুইজনের লেখাকে একত্রিত করে সামান্য সম্পাদিত লেখা ।

সবচেয়ে কম পঠিত পোস্ট [url href="http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/4034/Shafqat/11978#.UnVVlPlmB4Q" target="_blank"]..::Before & After - ISLAM::.. [Written by Shaikh YusufEstes][/url] মাত্র ৪৮ বার পঠিত ।

সবচেয়ে কম মন্তব্য করা বেশ কয়েকটি আছে ০ মন্তব্য ।

এই ছিলো আশা করি আরো এগিয়ে যাবো টুডে ব্লগের সাথে করে । এই ব্লগের ব্লগারদের ভালোবাসা আর আন্তরিকতাকে সঙ্গে নিয়ে । আমার জন্য দুয়া করবেন ।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File