খালি বিনুদুন, "জাতির পিতার স্বপ্ন ছিলো থ্রিজি" - সাহারা খাতুন :P
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২২ অক্টোবর, ২০১৩, ১২:১৫:০৯ দুপুর
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল থ্রিজি। তা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই ভিশন-২১ স্বপ্নের বাস্তবায়ন
হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে
বিরাট বিনুদুন নিউজ
বাংলালিংকের বাণিজ্যিকভাবে থ্রিজি চালু
হওয়া উপলক্ষে বিশেষ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ।
হে হে হে, ক্ষমতার শেষে আইসা কি সবগুলার মাথা খারাপ হিউয়া গেলু নাকি ? জাতির আব্বা থ্রিজির স্বপ্ন দেখছিলো ! কালে কালে আরো কত কি শুনতে হইপো । আর সবচেয়া মজার কথা হইলো আমার এক ছাত্রলীগ ফ্রেন্ড কইছে যে জাতির আব্বা নাকি থ্রিজি বলতে উনার পরিবারের তৃতীয় জেনারেশন তথা জয়ের কথা কইছিলেন । আমারে কেউ ধর এতো বিনুদুন কই রাখি ।
বিষয়: রাজনীতি
১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন