একটুখানি তাহাজ্জুত

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১১ অক্টোবর, ২০১৩, ১২:৩১:০০ রাত

রাত বারোটার উপরে বাযে মানে মধ্যরাতের চেয়ে বেশি হয়ে গেছে । ভাই বোনেরা আমার আপনারা যারা এখনো সজাগ আছেন তারা ঘুমানোর আগে কি তাহাজ্জুতটা পরে ঘুমাবেন ?

আমরা শরীর ঠিক রাখার জন্য কতো পরিশ্রম করি অতচ সবচেয়ে সহজ কাজটাই করি না । জী সালাতের কথাই বলতেছি । আপনার মেদ ভুরি নিয়ে নিয়ে চিন্তা ? ফিটনেস নিয়ে চিন্তা ? আসুন সালাত আদায় করি সব ঠিক হয়ে যাবে । প্রতিদিন কস্ট করে এতো দৌড়া দৌড়ি করতে হবে না, শুধুমাত্র দিনে পাঁচ বার সালাত আর ঘুমাবার আগে কমপক্ষে ১০ রাকাত তাহাজ্জুত খাস দিলে আদায় করুন ইনশাল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে ।

বিষয়: বিবিধ

১৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File