“শাবিতে টুরিস্ট ক্লাবের উদ্যোগে সুন্দরবনে নিরমানাধীন রামপাল বিদ্যুৎ কেদ্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত”
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০১ অক্টোবর, ২০১৩, ০৩:৫৫:৪৫ দুপুর
বিশ্ব পর্যটন দিবিসকে সামনে রেখে সাস্ট টুরিস্ট ক্লাবের উদ্যোগে আজ দুপুর বরোটা পয়তাল্লিশ মিনিটে সুন্দরবনে নিরমানাধীন রামপাল বিদ্যুৎ কেদ্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতে অংশ নেন । মানববন্ধনে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ছাত্র জাকির বলেন, “সুন্দরবন আমাদের গর্ব পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব । বিদ্যুতের প্রয়োজন আমাদের আছে তাই বলে এতোটুকু নয় যে আমাদের নিজেদের ক্ষতি করে তা বাস্তবায়ন করতে হবে” । প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্য প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন । ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চাই না’ ‘বাঘ আমাদের অহঙ্কার তাকে রক্ষা করতে হবে’ কিংবা ‘হালুম হালুম আমি গেলুম’ এর মতো অনেক প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন তারা । পরে রাম্পাল বিদ্যুতকেন্দ্র অন্যজায়গায় সড়িয়ে নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন শেষ হয় ।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন