ঘটনা -

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:২৭:২৬ সন্ধ্যা

মেসের বারিন্দায় বসে ফেবু চালাইতেছি আর শুনতেছি পাশের বাসায় তোফাজ্জলের ওয়াজ চলতেছে ! আজব ! এই বদমাশটার ওয়াজ যে কতটুকু ক্ষতিকর তা যদি তারা জানতো ! একবার ইচ্ছে হলো বলি, কিন্তু পরে দেখলাম কয়েকজন রমনি শুনিতেছেন, আমি আবার নারীজাতির সাথে কথা বলতে পারি না, তাই ফিরিয়া আসিয়া এই স্টাটাসখানা পয়দা করিলাম

মেয়েদের সাথে কথা বলতে না পারার ব্যপারে চিকিৎসা বিজ্ঞানে একটা নাম আছে ঃ girlsphobia বা মেয়েভীতি, এই জিনিসটা আমার মধ্যে প্রবল ।সামনা সামনি কোন মেয়ের সাথে কথা বলতে পারি না ( মোহাররামা ব্যতিত) আল্লাহ ের অশেষ শুকরিয়া, তিনি আমাকে এই নিয়ামত দিয়েছেন

বিষয়: বিবিধ

১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File