পুলিশের স্বপরিবারে হত্যা কি আল্লাহ এর বিচার নয় ? ইতিহাস কি বলে ?
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২১ আগস্ট, ২০১৩, ০৪:০৫:০৭ বিকাল
বিসমিল্লাহির রহমানির রহিম!
বাংলাদেশ তাগুদের বাহিনীতে চাকুরীরত অফিসার ও তার স্ত্রীকে হত্যা করেছে তাদের সন্তান - এই বিষয় নিয়ে fb এ মানুষের আবর্জনা মার্কা post দেখে দেখে অস্হির হয়ে গেলাম except কিছু সহি আকিদার ভাইদের ইসলামিক দৃষ্টি ভঙ্গির post ছাড়া! আমার মনে কিছু কথা ঘুরছে। দেখি উম্মার কোনো কাজে আসি কিনা!
রোগ যেমন ঔষুধও তেমন। হযরত মুহাম্মাদ সঃ ৫ বেদুইনকে উটের দুধ ও উটের মূত্র ঔষধ হিসেবে খেতে বলেছিলেন। কারন তাদের অসুখই এমন ছিল! হযরত লুত আঃ এর জাতিকে আল্লাহ্ পৃথিবীতেই দুইবার কঠিন আযাব দিয়ে হত্যা করেছিল! আরেকটু খেয়াল করে দেখেন যে জাতি যতবড় পাপ করেছে তার শাস্তি ততকঠিন হয়েছিল! তার মানে প্রতিটি পাপের জন্য আল্লাহর কাছে পৃথক পৃথক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আছে। কেয়ামতের ময়দানের কথা চিন্তা করেন।সব দোযোগবাসীরা পৃথক পৃথক শাস্তিরত অবস্থায় থাকবে! তাই আমি মিল খুজছিলাম ঐশীর ব্যপারটা ইতিহাসের কোন ঘটনার সাথে মিল পাওয়া যায়!
এই অনুসন্ধানে প্রথম চিন্তা করলাম কারা তার নিজ বাবামাকে খুন করেছে? উত্তরে আসে সাহাবাদের নাম। কিন্তুু তারাতো ইসলামের জন্য নিজেদের পিতামাতাকে খুন করেছে, ঐশীতো ইসলামের জন্য করেনি!
মনে পড়ল পারস্য সম্রাট কিসরার কথা! তার অহংকার এতোই বেশী ছিল, সে হযরত মুহাম্মদ সঃ কে ধরে আনার জন্য মাত্র দুই জন সন্য পাঠিয়েছিলেন! তারা আরবদের গোনায় ধরতনা। মূলত রাসুলুল্লাহ সঃ প্রতি তার ব্যবহার ছিল যেন তিনি কোন দাসকে ধরতে পাঠিয়েছেন!
হযরত মুহাম্মদ সঃ পরের দিন দুইজন সন্যকে বলেন, "গতরাতে আমার প্রভু তোমাদের প্রভুকে হত্যা করেছে "।মানে ছিল ছেলে তার বাবাকে হত্যা করে আসন দখল করে।বাবার নবী রাসুলদের প্রতি এতো বাড়াবাড়ি তার পচ্ছন্দ হয়নি।তিনি দায়িত্বরত ইয়ামেনের প্রধানকে আদেশ দেন দুই সন্যকে ফিরিয়ে আনার। ঐ ছেলে কিসরা কিন্তু মুসলিম হয়নি। পরে মুসলিমদের সাথে যুদ্ধও করে।
আমার কথা হল তাহলে কি ঐশীর ব্যপারটা সেই রকম? আমাদের কি জানা দরকার না ঐ পুলিশ অফিসার কি কি করেছে?
গতকাল দেখলাম আরেক ছেলে তার পিতামাতাকে হত্যা করেছে! যদি history repeat হয় তবে আমি বলব আলহামদুলিল্লাহ্!
এটা সম্পূর্ণ আমার নিজের বিশ্লেষণ। ভূল হলে জানাবেন।
বিষয়: রাজনীতি
১৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন