সাওমের নিয়ত , সালাতের নিয়ত আর কত কিসুতে যে নিয়ত করতে হয় বাপরে । কিন্তু এই নিয়ত পড়াটা কিন্তু ওনেক বড় বিদআত ।

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১১ জুলাই, ২০১৩, ০৪:৫৭:০১ বিকাল

হজ্জের তালবিয়া (যদিও হাজ্জের তালাবিয়া নিয়াত নয়) ব্যতীত সালাত, সিয়াম বা অন্য কোন ইবাদতের শুরুতে আরবীতে বা বাংলায় নিয়ত পড়ার কোন দলীল কুরআন ও হাদীসে নেই। মুখে নিয়ত পাঠের প্রচলিত রেওয়াজটি দ্বীনের মধ্যে একটি নতুন সৃষ্টি। মোল্লা আলী ক্বারী, ইবনুল হুমাম, আব্দুল হাই লাক্ষ্ণৌবী (রহ) প্রমুখ খ্যাতনামা হানাফী বিদ্বানগণ এর তীব্র বিরোধিতা করেছেন ও একে ‘বিদ‘আত’ বলে আখ্যায়িত করেছেন। [-মিরক্বাত শারহ মিশকাত ১/৪০-৪১ পৃঃ; হেদায়া ১/৯৬ পৃঃ টীকা-১৩ দ্রষ্টব্য ]

আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক জুম্মায় মিম্বরে উঠে খুতবায় বলতেন

"كل بدعة ضلالة وكل ضلالة في النار"

"Kullu Bid'Atin Dolala, wa Kullu Dolalatin Finnar"

"প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়" (রিয়াদুস সালেহীন, তাহকীক আলবানি, সহিহ বুখারি ও মুসলিম]

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দিন । আমীন । আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন । আমীন । জাযাকাল্লাহ ।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File