হৃদয়ের রক্তক্ষরণ
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০৮ জুলাই, ২০১৩, ০১:৩৯:৩৯ রাত
আজ ঐতিহাসিক ৮ই জুন । আজকের এইদিনে ২০১২ সালে আমার সবচেয়ে প্রিয় স্থান প্রিয় আবাসস্থল এম সি কলেজের হোস্টেল ছাত্রলীগের সন্ত্রাসীরা পুড়িয়ে দেয় । সেদিন তারা শুধু ছাত্রাবাস পুরায় নি পুরিয়েছে সিলেটবাসীর হৃদয় । আমার বাবা নিজে এই হোস্টেলের আবাসিক ছাত্র ছিলেন , সন্ধ্যার দিকে যখন তারা আগুন দিলো আব্বা খবর পেয়ে ফোন দিয়ে সবার আগে জিজ্ঞেস করলেন হোস্টেল ঠিক আছে কিনা ? নিজের ছেলের ঠিক থাকার চেয়ে হোস্টেল ঠিক থাকা তার কাছে প্রিয় ছিলো ।
জীবনে যে একবার একটি রাত হলেও এমসি হোস্টেলে থেকেছ সে আজীবন সেই স্মৃতি মনে রাখবে আর আমরা যারা বছর এর পর বছর থেকেছি তাদের হৃদয়ের রক্তক্ষরণ কতটুকু তা কি বুঝতে পারো ? ছাত্রাবাস যারা পুড়ালো তাদের ছবিসহ পত্রিকায় এলো অথচ তাদের কিছুই হলো না, আমরা যারা ভুক্তভুগী তাদেরকেই আসামী করে মামলা করা হলো , ছাত্রাবাস সভাপতিকে গ্রেপ্তার করা হলো ৫৭জনের বিরুদ্ধে মামলা হলো । আজব দেশ, আমার আর্থিক কি পুড়েছে আমি বলতে চাই না, সবার আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু আমার শুধু আর্থিক নয় আমার সপ্ন আমার আমার পরিবারের সপ্নও ধ্বংস হয়েছে । কতো সপ্ন ছিলো ইঞ্জিনিয়ারিং পড়বো কিন্তু মামলা খেয়ে ফেরার হয়ে থাকতে হয়েছে প্রায় ২ মাস, লেখাপড়ার সুযোগ কোথায় ? শেষ পর্যন্ত আল্লাহ এর রহমতে যদিও সাস্টে ভর্তি হয়েছি তবে ইঞ্জিনিয়ারিং এ নয় অর্থনীতিতে ।
এর জন্য কে দায়ী ????????????????
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন