ফটিকছড়ি ঘটনাটা সিরিয়াস ভয়ংকর । এক্সেক্টলি কি ঘটেছিল তা মিডিয়া থেকে জানার কোন উপায় নেই । আশ্চর্যজনকভাবে আওয়ামি মিডিয়াও এ ব্যাপারে মোটামোটি নিরব ভূমিকায় ।

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৩ এপ্রিল, ২০১৩, ০৩:০১:১৪ রাত

আংগুল উঠেছে স্থানীয় জামাতের আমিরের উপর । এই লোকটি নাকি স্থানীয় মাদ্রাসায় মাইকে অপপ্রচার চালান যে লীগাররা মাদ্রাসায় হামলা চালিয়েছে ।

তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । যে বা যারা এই পুরো ঘটনাতে পিছন থেকে কলকাঠি নেড়েছিল তারা কতটা সিক

মাইন্ডেড ,এ কথাটা মনে পড়ে আহতদের দেখলে । হ্যা ,তাদের সাথে আমার আদর্শগত মিল নেই । হতে পারে তারা ইসলাম বিরোধি । কিন্তু তার মানে এই নয়

যে জনতাকে উস্কে দিয়ে তাদের

হত্যা করতে হবে । এরকম কিছু সিক পার্সনের জন্যে পুরো আন্দোলন ক্ষতিগ্রস্থ হবে তা মেনে নেয়া যায় না । তাছাড়া এহেন

পরিস্থিতিতে যখন সরকার মারমুখি অবস্থানে তখন কোনরকম সহিংসতা নিজেদেরই ক্ষতি করবে ।

হতে পারে আওয়ামিদের বিরুদ্ধে অভিযোগ সত্য যে তারা মাদ্রাসায় হামলা করতে চেয়েছিল । বলা হচ্ছে আওয়ামিদের মিছিল থেকে আল্লামা শফিকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল । ব্যাপারটা হয়ত

ভালো লাগেনি হেফাজতিদের । তাছাড়া তিন চারশ লীগার

একসাথে থাকলে সেখানে উল্লেখযোগ্য পরিমান মাথা খারাপ থাকাটা অস্বাভাবিক নয় । যদি এমনটাই হয়ে থাকে তবে শিবিরের ঐ স্লোগানটাই মূলত তাদের উদ্দ্যেশে বলব - মাদ্রাসায় হামলার

পলিটিক্স ,ছাইড়া দে রে আওয়ামি লীগ ।

তবে ফটিকছড়ির ঘটনাতে সরকারের জন্যে একটা গুরুত্বপূর্ন মেসেজ আছে । জনতা কি পরিমান ক্ষেপে আছে তা এবার

খোলা চোখেই দেখে নিক তারা । গত ফেব্রুয়ারিতে যে রক্তের

বন্যা তারা বইয়েছে ,এখনো পুলিশ লীগের লাইসেন্সধারি সন্ত্রাসিদের

দ্বারা যে অত্যাচার তারা চালাচ্ছে এগুলোকে যে জনতা ব্রেইনে ঢুকাচ্ছে তা যাতে তারা মনে রাখে । বাগে পেলে জনতা কি করতে পারে তারও একটা দৃষ্টান্ত ফটিকছড়ি ।

ফটিকছড়িতে জনতা একটা বার্তা দিয়েছে সবাইকেই । যে আগে ধরে সঠিক পথে আসতে পারবে তারাই

জনতার রোষ থেকে রেডেম্পশেনের দেখা পাবে । অনথ্যায় ...সাধু সাবধান !

বিষয়: বিবিধ

১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File