মুসলিম ভাইদের বলছি চরমপন্‌থা অবলমবন করবেন না

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১২ এপ্রিল, ২০১৩, ০৯:৪১:৪৮ রাত

এখন অনেক অনেক ইসলামী চিন্তাবিদ পাওয়া যাচ্ছে পথে ঘাটে ইসলামী চিন্তাবিদ । অনেকে একদম চরমপন্থী কিছুই মানতে রাজি না যা নিজে বুঝে তাই আর কিছু না । আজ এদের নিয়ে কিছু বলার ইচ্ছা আছে ।

অনেকে কোরআন হাদিসের অপব্যখ্যা করে বুঝিয়ে দিচ্ছে যে কোরআন অবমাননাকারী বা রাসুল (সঃ ) এর কটুক্তিকারিদের বিনা বিচারে হত্যা করা প্রত্যেক মুসলিমের উপর ফরয ! এমনকি থাবা বাবাকে নৃশংসভাবে হত্যাকেও অনেকে আদর্শ মনে করছেন ! এর মধ্যে আবার আনসারুল্লাহ বাংলা টিম যারা আল কায়েদার জঙ্গী আদর্শে বিশ্বাসী এমন এক ভিডিও তৈরি করে ছড়িয়েছে যার মাধ্যমে তারা থাবা বাবার হত্যার দায়িত্ব শিকার করেছে এবং সবাইকে এই ধরনের কাজ করার জন্য উদ্ভুদ্ব করছে । এই ভিডিওটিতে বেশ কয়েকটি হাদিস ও ঘটনা বর্ননা করা হয়েছে । হ্যাঁ এই হাদিসগুলো সত্য কিন্তু একটা জিনিস মনে রাখবেন তখন (ঐসব ঘটনা এর সময়) কোন স্থিতিশীল সরকার ব্যবস্থা ছিল না তাছাড়া মুসলিমও কম ছিল । কিন্তু আমাদের একটা সরকার আছে আইন বিভাগ আছে আমরা আইন বিভাগের কাছে বিচার চাইছি আন্দোলন করছি যেটা হেফাজত করছে । কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের বিধান নয় । এটি তখনই করতে পারবেন যদি যুদ্ধাবস্থায় থাকে দেশ । এখনো আমাদের দেশ সে অবস্থায় যায় নি । মুসলিমরা চরমপন্থী নয় বরং মধ্যপন্থী ।

॥নিশ্চই আমি তোমাদের মধ্যপন্থী করে সৃষ্টি করেছি যাতে তোমরা অন্য উম্মতদের সাক্ষী (আদর্শ) হতে পারো॥

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File