কওমী মাদ্রাসা ত মৌলবাদীদের কারখানা।

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১০ এপ্রিল, ২০১৩, ০৩:৩২:৩৫ দুপুর

ঘটনা ১ > >

কওমী মাদ্রাসা ত মৌলবাদীদের কারখানা।

দেখেন না, ৬-৮ বছরে যে ডান-পিটে ছেলেটা বাবা - মায়ের ডাক-দোয়াই মানে না। সারা দিন টৈঅই-টৈঅই করে , আস্তা গ্রাম মাথায় তুলে রাখে, আর অন্য ছেলেদের সাথে কথায় কথায় মারা-মারি আর পারা-পারি ।রাতে প্রতিবেশীদের বিচারে অতিষ্ঠ হয়ে, কুল কিনারা না পাইয়া তার বাবা-মা পাঠিয়ে দেয় কওমী মাদ্রাসা নামক জেল হাজতে। এরা ভালো কেমনে ?।

বাস্তবতা ১ > পরে সেই ডানপিটে ছেলাটাই হয় বাবা - মায়ের শেষ আশ্রয় স্থল।

বাস্তবতা ২ > পরে সেই দুষ্ট ছেলেটাই হয় ইসলামের বড় খাদেম।

বাস্তবতা ৩ > পরে সেই জগরাটে ছেলেটার ইমামতে জানাযার পরে কবরে যেতে হয়।

ঘটনা ২ > >

যে ছেলেটা খুব শান্ত-সুষ্ঠ, বাবা -মায়ের কথা ছারা এক পাও নাড়ায় না। মা তার আচল দিয়ে মুখ না মুছলে খাওয়াই শেষ হয় না। আর স্কুল - প্রাইভেটে ত কথাই না। সারা দিন টাইম ভাগ করে বাবা মা লেগে থাকে, তার একান্ত বাধ্যগত ছেলে পিছনে পিছনে। ছেলেকে এতো টুকুও বুঝতে দেন না তাদের অমানবিক কষ্ট কথা।

বাস্তবতা ১ > পরে কলেজে কিংবা অনার্স জীবনে রাস্তায় রাস্তায় কিংবা শিক্ষা প্রতিস্ঠানে বকাটে পানা করে বাবা -মায়ের সম্মান ধূলিসাৎ করে,শাশন করলেই বকা-জোকা।

বাস্তবতা ২ > পরে বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে সন্ত্রাস-চাদাবাজ হিসাবে পরিচিত করে। কখনো ধর্ষনে সেন্চুরীয়ান হিসাবে।

বাস্তবতা ৩ > চাকরি পেয়ে পিয়সী কে নিয়ে উঠে নতুন ফ্লাটে, বৃদ্ধ বাবা - মাকে পাইঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে।

মাদ্রাসা আর জেনারেল শিক্ষার কিছু পরিচিত ঘটনা।

যদিও তিতুমীর সাফকাত এক জন ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসার বারান্দায়ো তার যাওয়ার সুযোগ হয় নাই।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File