পাত্রী দেখার নামে ইভটিজিং

লিখেছেন লিখেছেন রক্তচোষা ২২ নভেম্বর, ২০১৩, ১১:৪৭:১৩ সকাল



আমাদের সমাজের এক ধরনের লোকদের দেখে আমি অবাক হই,তারা তাদের বড় ভাইয়ের মেয়ের পড়ুয়াদের ইভটিজিং করে বিয়ের পাত্রী দেখার নামে;বিদেশ থেকে ঘুরে এসে।

আজকে বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দেখলাম,"এক ভদ্রলোক বিদেশ থেকে এসেছে দশ দিন হবে,মাদ্রাসায় JDC পরিক্ষার্থী মেয়েদের দেখতে এসেছে বিবাহ করবে;মেয়ে দেখতে!

তার ভাতীজি ও একই শ্রেনীতে পড়ে!!

পাত্রী দেখতে এসে মেয়েদের বুক এবং পাচার সাইজ হিসেব করতেছে তারা!!!

মেয়েগুলো লজ্জায় মাথা নিচু করে আছে!

ভাবতে লাগলাম কিভাবে এই আঁবাল গুলারে সাইজ করা যায়,পিচনে তাকিয়ে দেখি...

xxx ভাইয়ের মেয়ে,ওই ছেলেটার ভাতিজী!

আমি সোজা তার সামনে সাইকেল ব্রেক করলাম,সাথে সাথে পিচনের ছেলেগুলা আমার দিকে আসতে লাগলো!

আমি মেয়েটিকে বললামঃহাই সেক্সি,বাড়ি কই?

বখাটেঃ(রাগ্বানিত হয়ে,আমাকে মারার মুডে) ওই তুই ওরে কি বলল?

আমিঃহুম,আমি এটাই চেয়েছিলাম;একটু যে মেয়েগুলোর সাথে পতিতার মত কথা বলেছেন!

আর আপনার ভাতিজীকে এই কথা বলাতেই এত গরম?

ওই মেয়ে গুলাওতো কারো বোন,ভাতিজী!

এগুলো কেন করছেন?

বখাটেঃতুই ওরে (ভাতিজী) চিনস?

আমিঃহুম চিনি, xxx ভাইয়ের মেয়ে...

বখাটেঃ ওই আসমা আয়...

(এর পর তাদের প্রস্থান...)

বিষয়: বিবিধ

২২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File