বন্ধ্যা নারীর সন্তান !
লিখেছেন লিখেছেন রক্তচোষা ১২ জুলাই, ২০১৩, ০৬:০৮:২৯ সন্ধ্যা
আমাদের সমাজে বন্ধ্যা নারী বিবাহ প্রচুর প্রচলিত।
অনেকেই প্রথম স্ত্রী মারা গেলে বন্ধ্যা নারী খুজেন!
আবার অনেকেই তাদের বুড়া বয়সের খায়েস মিটানোর জন্য বন্ধ্যা নারী বিবাহ করেন!
কিন্তু অনেক সময়ে বিবাহিত বন্ধ্যা মেয়েটির ও ছেলে সন্তান হয়ে যায়!
এমন ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে,এমন একটা ঘটনা বলবো আজকে!
আমাদের পাড়ার এক মুরুব্বির স্ত্রী মারা যায়,মারা যাওয়ার সময় দুটি মেয়ে (বিবাহিত) এবং একটি ছেলে (অবিবাহিত) রেখে যায়!
ছেলেটি বিদেশ থাকে তাই সংসার দেখার জন্য একটা বন্ধ্যা মেয়ে খুজতে থাকেন!
অবশেষে একটা বন্ধ্যা মেয়ের খোজ পান ঘটকের কাছ থেকে!
তারপর,ওই বন্ধ্যা মেয়ের আর মুরুব্বির বিবাহ হয়!
বিয়ের চার কিংবা পাঁচ মাস পর ওই মুরুব্বি সবাইরে ডেকে বলতেছে তিনি ওই বন্ধ্যা মেয়েটিকে রাখবেন না!
কারণ জিজ্ঞাস করলে, তিনি ঘটনা খুলে বলেন!
ঘটনা হইতাছে গিয়া ওই মাইয়্যাটা গর্ভবতী!
ওই গর্ভের সন্তানটাকে ঘটক বেটা নিতে হবে,নাহলে ঘটকের বিরুদ্ধে বিচার হবে!
কিচু কমুনা আপনারাই কনতো... !
বিষয়: বিবিধ
১৫০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন