পতিতা

লিখেছেন লিখেছেন রক্তচোষা ২৩ জুন, ২০১৩, ০১:০৬:৩৫ দুপুর



পতিতা

জীবনানন্দ দাশ

আগার তাহার বিভেষিকা ভরা,

জীবন মরণময়!

সমাজের বুকে অভিশাপ সে যে - সে যে ব্যাধ্যি,সে যে ক্ষয়;

প্রেমের পসরা ভেঙে ফেলে দিয়ে চলনার কারাগারে রহিয়াছে সে যে,

দিনের আলোয় রুদ্ধ করেছে দ্বার!

সূর্য কিরণ চকিতে নিভায়ে সাজিয়াছে নিশাচর,

কালনাগীনির ফনার মত নাচে সে বুকের পরে!

চক্ষে তাহার কালকুট ঝরে,

বিষপঙ্কিল শ্বাস,

সারা জীবন মরীচিকা তার প্রহসন-পরিহাস!

ছোয়াঁচে তাহার ম্লান হয়ে যায় শশীতারকার শিখা,

আলোকের পারে নেমে আসে তার আধারের যবনিকা!

সে যে মন্বন্তর,মৃত্যুর দূত,অপঘাত,মহামারী-মানুষ তবু সে!

তার চেয়ে বড়-

সে যে নারী,সে যে নারী।

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File