নৌকা আর ধানের শীষ

লিখেছেন লিখেছেন রক্তচোষা ২২ জুন, ২০১৩, ১২:৩২:০৯ দুপুর



নৌকা আর ধানের শীষ

মরহুম আইনুদ্দিন আল আজাদ

নৌকা আর ধানের শীষ,

দুই সাপের একই বিষ!

এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস,

বোকামি চাড়া এ যে কিছুইনা!

ওরা যে এক পাখির দুই ডানা।।

ওরা ছিল মূর্তি পূজক,এরা মূর্তির পাহারাদার!

ওরা ছিল দূর্নিতিবাজ,ওরা খুনের সর্দার।

ওদের কোনো ফারাকতো নাই,

একি ভাতে পোষা বিলাই!

এমেরিকা ভারত ওদের ঠিকানা।।

কেউ বা লা ইলাহা,কেউ বা বিসমিল্লাহ

ইসলামের নামে আবার বাধে কেউ দাড়িপাল্লা!

নাঙলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার!

ইসলাম নয় এ যে শুধু বাহানা!

বোকামি চাড়া এ যে কিছুইনা।।

কম্বল চুরির গুনা লইয়া কেউ বা আজো রাত কাটায়,

গমের বস্তায় সিদ কাটিয়া কেউ বা বগল বাজায়!

চোরে চোরে তালতো ভাই,

ওদের কোনো বিভেদ নাই!

সে কথা সময় থাকতে বুজলীনা!

ওরা যে এক পাখির দুই ডানা।।

বিষয়: বিবিধ

১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File