আবার ছোট হয়ে যেতে ইচ্ছা করে!!!

লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৯ জুন, ২০১৩, ০১:৫৯:০৩ দুপুর



শুয়ে আছি,ছোট বোন (৪+) এর কান্নায় ঘুম থেকে উঠে জিজ্ঞাস করলাম কি সমস্যা?

ও নাকি খেজুর খাবে তাই কাঁদতেছে!!!

খেজুর পাড়া চাড়া কান্না থামানোই যাচ্ছেনা,তাই বাধ্য হয়ে বাড়ির পাশের পুকুর এর সাথের খেজুর গাছটায় উঠলাম।

খেজুর গাছে উঠেতো আমি 'থ'বনে!!!

খেজুর গুলা গাছে পেকে নষ্ট হয়ে যাচ্ছে!

মাঝে মধ্যে কিচু পাখি এসে বসে খায়!

দিন বদলাইছে!

আমাদের সময় আমরা কত খেজুর খেয়েছিলাম গাছে উঠে!

কিন্তু এখনকার পোলাইন এসব করেনা!

তারা দামি দামি খেলনা দিয়ে খেলে,দামি দামি খাবার খায়!

আমার এখনো মনে আছে,

আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখনকার কথা!

আমি,সোহেল মামা মিলে খেজুর গাছে উঠে কাদি কাদি খেজুর পাড়তাম!

আর সকালে উঠে দেখতাম কার কতগুলো খেজুর পেকেছে!!!

আমাদের তো খেজুর খেতে খেতে পেটের অবস্থা খারাপ হয়ে যেত ! :P

এখন এগুলো শুধু গল্প,

আর আমাদের সামনের প্রজন্মের কাছে আষাঢ়ে গল্প মনে হবে।

আবার ছোট হয়ে যেতে ইচ্ছা করে!!!

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File