লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৯ মে, ২০১৩, ০৪:৩৬:৫০ বিকাল



আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন

করে ভারতীয়

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র

একটি টহল দল লালমনিরহাটের

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার কালীরহাট সীমান্তের

৮৫৬ নম্বর মেইন পিলার সংলগ্ন

এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশ

করে পর পর ২ রাউন্ড গুলি বর্ষন

করেছে। এতে রাজু (২২) ও জাফর

আলী (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। আজ ভোরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই জনকে আশংকাজনক

অবস্থায় রংপুর মেডিকেল কলেজ

হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে লালমনিরহাট-১৫

বিজিবি ব্যাটালিয়নের শ্রীরামপুর ও কালীরহাট ক্যাম্পের

বিজিবির একটি টহল দল

ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র

জানায়, সীমান্ত

জিরো পয়েন্টে নিয়ে আসা ভারতীয় ফালাকাটা গ্রামের গরু

ব্যবসায়ীদের গরু আনার সময়

ভারতীয় কুচবিহার ৩৫ বিএসএফ

ব্যাটালিয়নের

ফালাকাটা ক্যাম্পের বিএসএফ

সদস্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি ছুঁড়ে। এতে রাজুর

বাম হাতে ও জাফরের ডান

হাতে গুলিবিদ্ধ হয়।

পরে গুরতর আহতাবস্থায় স্থানীয়

লোকজন তাদের উদ্ধার

করে পাটগ্রাম হাসপাতালে এবং পরে রংপুর

মেডিকেল কলেজ

হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায়

ওই সীমান্তে আতঙ্ক ও

উত্তেজনা বিরাজ করছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের

বুড়িমারী কোম্পানী কমান্ডার

খাদেমুল ইসলাম ঘটনার

সত্যতা স্বীকার করে জানান,

কোম্পানী কমান্ডার

পর্যায়ে পতাকা বৈঠকের জন্য ও প্রতিবাদ

জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

এছাড়া ভারতীয় বিএসএফ’র

গুলিবর্ষণ ও দুই বাংলাদেশী আহত

হওয়ার ঘটনা লালমনিরহাট-১৫

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহ্বুবুর রহমানও

স্বীকার করেছেন।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File