পবিত্র কোরআন নিয়ে নকুল কুমারের গান
লিখেছেন লিখেছেন রক্তচোষা ১১ মে, ২০১৩, ০৮:৫০:৩৬ রাত
যদি আগুন লেগে ধব্বংস হয় পৃথীবির সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।
করবে কেমন করে কোরআন ধব্বংস আগুনের তেজ,
আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ।
তারা চাপিয়ে আসমানি গ্রন্থ,
বাচাবে ইসলামের মান,
এই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।
করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস,
লিখলো সালমান রুশদি বিদ্ধেষপূর্ণ স্যাটারি ভার্সেস,
তবু আল কোরআন এর নুরের বাতি সারা বিশ্বে দৃপ্তমান,
এই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।
দেখ পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই,
তার বিমান পুড়ে চাই হয়েছে কোরআন পুড়ে নাই,
যেমন চিল তেমনি আছে একটি সূরাও হয়নি ম্লান,
এই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।
যারা কোরআন ধব্বংস করতে চায় জানেনা তাহারা,
ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতার সদা দিচ্ছে পাহারা,
এটা আমার বিশ্ব নবীর সাধনার ধন,
নকুল কয় ফুলের মতন,
তবু এই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।
ডাউনলোড.........................................
ভিডিওঃ http://en.savefrom.net/#url=http://youtube.com/watch?v=21OoP2Olq_Y
অডিওঃ http://www.youtubemp3pro.com/#http://www.youtube.com/watch?v=21OoP2Olq_Y
Youtube: http://www.youtube.com/watch?v=21OoP2Olq_Y
বিষয়: বিবিধ
২৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন