স্বৈরাচারীদের বিরূদ্ধে আন্দোলন নয় বরং যুদ্ধ করেই জয়ী হতে হয়

লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১২:১৭:৪৪ দুপুর



বাংলাদেশকে আরো বেশ কিছু খারাপ দিন গুনতে হবে যদি চলমান রাজনৈতিক অচলাবস্থার ইতিবাচক কোন কূল কিনারা করা না যায়। দলীয় কু-রাজনীতির জিঞ্জিরে আবদ্ধ হয়ে দেশ ও জাতি আজ যেই ভয়াবহ সংকটের সম্মুখিন হয়েছে তা নিশ্চিতভাবে জাতি হন্তারক। কেউ হয়তো চাইবে না যে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোন শক্তিশালী বিদ্রোহী জনগোষ্ঠীর উদ্ভব ঘটুক যারা শাসকগোষ্ঠীর বিরূদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যুহ গড়ে তুলবে এবং একটি অনিশ্চিত ভবিষ্যত রচনা করবে। যেই ধরণের বিদ্রোহী জনগোষ্ঠীর উদ্ভব হতে দেখা যায় ইতিহাসের বিভিন্ন সালতানাতে। সালতানাতের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে হয়তো বিশেষভাবে চিহ্নিত করে তাদের বিরূদ্ধে শসস্ত্র দমন অভিযান পরিচালনা করার সুযোগ পেতে দেখা যায় কিন্তু চলমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরাসরি সেরকম কোন সুযোগ কি রয়েছে বা কেউ কি তা করতে পারছে? যদি তা না হয় তাহলে সংকট একটি দীর্ঘ মেয়াদী রূপ ধারণ করতে পারে। একনায়কতন্ত্র কোন কোন সময় গণতন্ত্রের লেবাসে সীমাহীন জুলুমবাজির চাইতে অধিকতর মন্দ গ্রাহ্য। কারণ তাতে স্বাধীনতা খর্ব হলেও জীবন বেঁচে যায়। তবে এখানে যদি চমকপ্রদভাবে জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে কোন নতুন শক্তির অভ্যুত্থান ঘটে তাহলে হয়তো কিছুটা রক্তপাতের বিনিময়ে হলেও নিয়মতান্ত্রিক পন্থায় মুক্তি আসতে পারে। তবে ইতিহাস বলে স্বৈরাচারীদের বিরূদ্ধে চিরস্থায়ী জয় পেতে হলে আন্দোলন নয় বরং যুদ্ধ করেই জয়ী হতে হয়। নচেৎ স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতেই থাকে।

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File