বাজারে পাওয়া যাচ্ছে আমার প্রথম গ্রন্থ ‘চেতনার যাতনা’
লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৬:৫৪ রাত
চিন্তার ক্ষমতা মানুষের সবচেয়ে বড় ঐশ্বর্য। চিন্তা থেকেই মানুষের সমাজ, দেশ, আন্তর্জাতিকতা, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সবকিছু। যে চিন্তায় চেতনার বন্ধন থাকে সে চিন্তা মানবিক মর্যাদা ধারণ করে। কিন্তু চেতনার প্রলেপহীন চিন্তা কেবল অনর্থই সৃষ্টি করে না, মানুষকে পশুরও অধম বানায়। এই অর্থে চিন্তার ক্ষমতা মানুষের বড় শত্রুও বটে।
চেতনার যাতনা লেখকের প্রথম প্রয়াস। তিনি জীবনের নানা বাঁকে, নানা ধাপে, নানা বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে চেতনার কষ্টে জড়িয়ে গ্রন্থের নাম রেখেছেন- চেতনার যাতনা। আজকের বিশ্বের বাস্তবতায় এই যাতনা অস্বাভাবিক নয় বরং এটি যেন সব বিবেকবানেরই মনের কথা। আমাদের চাপাশটা আজ এতবেশী পাপ চিন্তাযুক্ত কাজে পরিপূর্ণ যে, আমরা যারা সচেতন তারা চেতনার কষ্টে না ভুগে একটি মুহূর্তও কাটাতে পারি না।
কি হচ্ছে, কি করছি এবং কি হওয়া উচিত আর কি করা উচিত এসব নিয়ে সচেতনভাবে চিন্তা করেই কাজ করা দরকার। চিন্তন ক্ষমতা মহান আল্লাহ যাদের দিয়েছেন তারা কি তার সঠিক ব্যবহার করি? অধিকাংশই করি না। যদি গ্রন্থটি পড়ে আমাদের চিন্তার জগতে পরিবর্তন আসে, যদি আমরা সচেতন হই, হই বিবেক তাড়িত এবং আত্মপিড়িত- তবেই লেখকের চেতনার যাতনা কিছুটা হলেও কমবে বলে মনে করি।
ছোট্ট এই বইতে লেখক হয়ত বৃহৎ ক্যানভাসে সবকিছু তুলে আনতে পারেননি কিন্তু একটি আলোকবর্তিকা তিনি ঠিকই জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছেন। চিন্তক মানুষদের সবকথা বলে দিতে হয় না, ইঙ্গিত দিলেই চলে। চেতনার যাতনা যেন আমাদের সে ইঙ্গিতই দিয়ে যায়।
-বইটি সম্পর্কে উপরোক্ত অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ জনাব এ কে এম ফজলুল হক। এই অভিমতটি বইয়ের শুরুতে সংযোজিত হয়েছে।
বইটিতে রয়েছে সমকালীন বিবিধ প্রসঙ্গে ৩৯টি প্রবন্ধ। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল-
* ধর্ম ধর্মান্ধতা ও ধর্মব্যবসা
* ইতিবাচক চিন্তা-ভাবনা : আমাদের অবস্থান
* বাংলাদেশের নারী নেতৃত্ব : অপরাজনীতির দুই দশক
* বাংলাদেশের ইসলামী দলগুলোর রাজনীতি : ইসলামী রাজনীতির ভবিষ্যৎ
* বারাক ওবামা: আমেরিকার চৌকশ প্রেসিডেন্ট
* বিশ্বনবী সা. এর অবমাননা চেষ্টা : প্রসঙ্গকথা
* আধুনিকতা : আমরা কি ভাবছি
* শিক্ষা ও আমাদের বাস্তব জীবন
* মুখোমুখি প্রশংসা বর্জনীয়
* ইভটিজিং প্রতিরোধে করনীয়
* সংগীত-নাটক-সিনেমা : প্রয়োজন বিশেষ দৃষ্টি
* ছাত্র-শিক্ষক সম্পর্ক : একটি পর্যালোচনা
* ইসলামী শিক্ষার বিকল্প নেই
ইত্যাদি
১১৫ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ পাবলিকেশন, ৫৯/১ পুরানা পল্টন, ঢাকা।
মূল্য নির্ধারণ হয়েছে : ১০০ টাকা মাত্র
বইটি পাওয়া যাবে :
১। আহসান পাবলিকেশন
কাটাবন মসজিদ কমপ্লেক্স
ঢাকা।
ও
২। Reverie
কাটাবন মসজিদ কমপ্লেক্স
ঢাকা -তে
আশা করছি বইটির প্রতিটি প্রবন্ধ সুখপাঠ্য হবে এবং সবার ভালো লাগবে। বইটি সংগ্রহে রাখার জন্য সবার প্রতি অনুরোধ রইলো।
জাযাকাল্লাহ
-লেখক
বিষয়: বিবিধ
১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন