একটি পিনশূল এবং তার জবাব

লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ০৯ জুন, ২০১৩, ১১:৪২:৪৩ রাত

আমাদের পেছনে সবসময় কিছু মানুষ থাকে যারা আমাদেরকে উত্তেজিত করে তোলে এবং আমাদের টেনশন বাড়িয়ে দেয়। যারা অন্যকে উসকে দিতে ভীষণ মজা পায়। আমরা এমন প্রকৃতির লোকদের সচরাচর মোক্ষম জবাব দিতে পারি না। তবে হজরত আলী রা. এর কাছ থেকে একটি দিক-দর্শন আমরা পাই, যেটি আমাদেরকে হয়ত একটা তাৎক্ষণিক জবাব দিতে সাহায্য করবে।

হজরত আলী রা. যখন খলীফা হলেন, একব্যক্তি এসে তাকে উসকে [পিনশূল] দিতে চাইলো। লোকটি হজরত আলী রা. কে লক্ষ্য করে বলল, হে খলীফা! লোকেরা আপনার সমালোচনা করে যে, আপনি খুব ভালভাবে রাজ্য শাসন করতে পারছেন না। অথচ আবূ বকর, ওমর ও উসমান অত্যন্ত সার্থকতার সাথে শাসনকার্জ পরিচালনা করেছেন। হজরত আলী রা. তখন তাকে জবাবে বলেছিলেন- "আবু বকর আর ওমরের মত শাসকরা শাসন করেছিলেন আমার মত লোকদের কিন্তু দুর্ভাগ্য যে আমি শাসন করছি তোমার মত লোকদের।" Happy

বিষয়: বিবিধ

১৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File