FM ইসলামিক রেডিও চালু করা দরকার

লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ১৭ মে, ২০১৩, ০৬:৩১:৫৬ সন্ধ্যা



এ বিষয়টি আমাদের চিন্তাবীদরা কখনো ভেবেছেন কি না যে, বাংলাদেশে একটিও ইসলামিক FM রেডিও নেই। অথচ একটি টিভি চ্যানেল পরিচালনা করতে যে পরিমাণ লোকবল আর অর্থ ব্যয় হয় সে তুলনায় রেডিও অনেক সাশ্রয়ী। এটি ঠিক যে, রেডিওর শ্রোতা এখন কম। কারণ, FM রেডিও সাধারণত শহর কেন্দ্রিক হয়।

তবে ইসলামী দৃষ্টিকোন থেকে রেডিও সবচেয়ে উৎকৃষ্ট প্রচার মাধ্যম হতে পারে। বিশেষকরে দাওয়ার জন্য। রেডিও ইসলামী গান এবং নাটক প্রচার করার আদর্শ একটি মাধ্যম হতে পারে। আর এখানে প্রদর্শন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

আমাদের দেশে তো অনেকগুলো জনপ্রিয় বাণিজ্যিক FM রেডিও রয়েছে। এগুলোর শ্রোতা সংখ্যাও কম নয়। বিশেষকরে ঢাকা শহরে FM রেডিওগুলো বেশ ভাল কাজ করছে। এদিকটির প্রতি আমাদের নজর দেয়া দরকার। এর মাধ্যমে একটা পরিবেশ তৈরী করা সম্ভব। যেখানে সকল প্রকারের ইসলামী অনুষ্ঠান থাকবে। এতে অনেক ইসলামিক সাংস্কৃতিক কর্মীও উঠে আসবে আশা করি। আমরা কি একটি স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করে দেখতে পারি না?

বিষয়: বিবিধ

১৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File