আওয়ামীলীগের কাছে ইমান লিজ দিলেন মাওলানা মাসউদ!
লিখেছেন লিখেছেন মিডিয়া ওয়াচডগ ১৬ মার্চ, ২০১৩, ০১:১৪:১৬ রাত
দেশের বৃহত্তম ইদগাহ শোলাকিয়ার ইমামতির পদের বিনিময়ে নিজের ইমান দুই বছরের জন্য নিজের ইমান লিজ দিয়েছেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। সূত্র জানায়, অনেক দরকষাকষির পর ওলামালীগের সকল জাদরেল প্রতিযোগীদের হারিয়ে বিনিময়ে তিনি এ চাকরি বাগিয়ে নেন। সরকারি সুযোগ সুবিধার বিনিময়ে আওয়ামীলীগের সকল কাজকে জায়েজ সার্টিফিকেট দেয়ার শর্তেও রাজি হন তিনি।
গোপন সূত্রে জানা যায়, বাংলার আরেক প্রগতিশীল আলেম, রবীন্দ্র গবেষক মাওলানা মেজবাউর রহমানকে হটিয়ে এ লোভনীয় পদ হাসিল করতে ব্যাপক লবিংয়ের আশ্রয় নিতে হয়েছে মাসউদকে।
ইসলাম বিরোধী ব্লগারদের আন্দোলনে সারা বাংলার আলেমদের পক্ষ থেকে সংহতি জানিয়ে জায়েজ করেছেন তিনি।নাস্তিক ব্লগারদের প্রতি তার মমতা ও তাদের ইমেজ ঘষামাজায় সরকার বড়ই সন্তুষ্ট।
হক্কানী আলেমদের মোকাবিলায় তাকে মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করছে আওয়ামীলীগ।
তবে তার একজন শুভাকাংখি তার জন্য আফসোস করে বলেছেন, সরকারের ইচছামত ফতোয়া দেয়া লাগবে বুঝে ইমাম হানিফা প্রধান বিচার পতির পদ প্রত্যাখ্যান করেছিল। এমনকি জেলে মৃত্যুবরন করেছে।শেখানে সরকারের হালুয়া রুটির বিনিময়ে শেষ জীবনে ইমান লিজ দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাংখি।
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন