চট্টগ্রাম মেডিকেল ছাত্রশিবিরের ওপর ছাত্রলীগের তান্ডব

লিখেছেন লিখেছেন সত্য সন্ধানী ৩০ মার্চ, ২০১৩, ১১:২৫:৪১ রাত

গত বছরের নভেম্বর মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪০ জন ছাত্রশিবিরের নেতাকর্মীকে(এদের মধ্যে কয়েকজন ডাক্তার) ছাত্রলীগ কলেজের প্রধান ছাত্রাবাস থেকে পুলিশের কাছে ধরিয়ে দেয় মিথ্যা অভিযোগে। পুলিশ তাদের বিরেদ্ধ বেশ কয়েকটি মামলা দেয়। ১২ দিনের রিমান্ডেও নেয়।তারা প্রায় ৪ মাস জেলে থাকে। অপরদিকে যে দিন তাদের পুলিশ ধরে নিয়ে যায়, সেদিন ছাত্রলীগ ছাত্রাবাসের শিবিরের সব রুমগুলোতে তান্ডব চালায়। কয়েক লাখ নগদ টাকা, ১৫-২০ টি ল্যাপটপ, এমনকি জামাকাপড় জুতা ও লুটপাট করে। যে ক্য়জন শিবিরের ছেলেরা পুলিশ থেকে বাচঁতে পারে তারাও এক কাপড়ে ছাত্রাবাস ত্যাগ করে। ক্ষতির পরিমানআনুমানিক ৫০ লক্ষ টাকা। আবার এই বছরের ফেব্রুয়ারী মাসে ৫ জন শিবির কর্মী পরীক্ষার ভাইভা দিতে গেলে তাদের রুম থেকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে পুলিশর কাছে তুলে দেয়। তারা প্রায় দেড় মাস জেল খাটে।গত বছরের নভেম্বর থেকে ৫ মাস যাবত শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী কলেজের কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারছে না। কলেজের অধ্যক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করলে তিনি তার অপারগতার কথা জানান। এই ছাত্রলীগই কিছুদিন আগে কলেজের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছিল। যদিও মিডিয়ায় এর কিছুই আসে নাই।

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File