স্পিকারের গেজেটের কাগজ এসেছে বিমানে

লিখেছেন লিখেছেন এসবির সিরাজ উল্লাহ ৩০ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৩:৪০ সকাল



আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া শূন্য রংপুর-৬ আসনের উপ-নির্বাচনের গেজেট মঙ্গলবার বিমানে করে ঢাকায় আনা হয়। এর জন্য বিমান আধঘণ্টা বিলম্বে সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছায় বলে জানা যায়

ইসির একটি বিশ্বস্ত সূত্র জানায়, বিগত দিনে একক প্রার্থী হিসেবে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোনো এমপির ক্ষেত্রে (বাছাইয়ের দিনে গেজেট জারি করার) এ ধরনের ঘটনার নজির নেই। এ নিয়ে রীতিমত নির্বাচন কমিশনজুড়ে তোড়পাড় তৈরি হয়েছে। গতকাল দিনভর এ ঘটনায় ছিল ‘টব অব দ্যা কান্ট্রি’।

গত ১৯ জানুয়ারি এ উপ-নির্বাচনের তফসিল দিয়ে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঠিক হয় গত ২৮ জানুয়ারি। এদিনই বিমানে রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ফলাফলটি বিমানে নিয়ে আসে। এর জন্য দুজন নির্বাচন কমিশনার তত্পর ছিলেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার বিকাল চারটায় গেজেটের কপি ইসিতে পৌঁছার সঙ্গে সঙ্গে তা বিজিপ্রেসে পাঠানো হয়। সন্ধ্যার মধ্যে গেজেট জারি করে তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়। বুধবার সকালে শপথ নেন নবনির্বাচিত এমপি ড. শিরীন শারমিন চৌধুরী।

বিষয়: রাজনীতি

১০৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170161
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
অজানা পথিক লিখেছেন : Smug
170165
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
হতভাগা লিখেছেন : ''গত ১৯ জানুয়ারি এ উপ-নির্বাচনের তফসিল দিয়ে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঠিক হয় গত ২৮ জানুয়ারি।''

০ পুরাই Super-sonic style .

এমন কিছুই হবে যা কখনও ঘটে নি আগে ।


ইহাও একটি কপি-পেস্ট পরিবেশনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File