সংসদ ভবনে রহস্যজনক মলত্যাগ !
লিখেছেন লিখেছেন এসবির সিরাজ উল্লাহ ২৯ জানুয়ারি, ২০১৪, ০৯:২৪:৩৪ সকাল
; ; ; ; ; ; ; ] ] ] ] ]
জাতীয় সংসদ ভবনকে দেশের সর্বোচ্চ নিরাপদ
স্থাপনা হিসেবে বিবেচনা করা হলেও এখন আর নিরাপদ নয় ।
গ্যালারি-২ -এর সিড়িতে দেখতে পাওয়া যায় কেউ
সেখানে মলত্যাগ করে রেখেছেন। সিঁড়ির আরো কিছু
স্থানে মানুষের মল দেখা যায়।
এই ব্যাপারে কারো কোন মন্তব্য না পাওয়া গেলেও
এটা বিরোধীদলের কোন ষড়যন্ত্র কিনা তদন্ত চলছে ?
তবে বিশস্ত সুত্রে জানা যায় ভোট বিহীন জারজ সংসদ
সদস্যরা জুতা খাওয়ার ভয়ে টয়লেটে না গিয়ে সংসদের ভিতরই
কাম সারছে। এই দিকে গাবগাছ২৪, কম থেকে জানাজায় মির্তু
ভয়ে আতঙ্কিত জৈনক শাড়ি পরিহিত নারী এই কাজ করছে ,
উনি পাতলা পায়খান রোগে ভুগায় কখন কিভাবে বের
হয়ে নিছে পড়ে গেছে উনি তা খেয়াল করতে পারেনাই ।
তবে যাই হোক অবৈধ সরকারের জারজ এমপি দের প্রথম
আপ্যায়ন টা খারাপ হয় নাই।
ওই সিঁড়ির আশপাশে আগেও মলত্যাগ করার চিহ্ন দেখা যায়। যা শুকিয়ে গেছে। কিন্তু মঙ্গলবার সকালের মল ছিল একেবারেই নতুন।.............................
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকও অনুষ্ঠিত হয়। এ অবস্থায় সংসদের ভেতরে এ ধরণের রহস্যজনক কার্যকলাপে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়: রাজনীতি
১৩৩৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাধারন মানুষের বাসায় যেভাবে প্রবেশ করা যায়, সংসদে প্রবেশ করা তাও আবার রাতের বেলায় তার উপর ছবি তোলা যেখানে সবসময়ই পাহারা থাকে - Very tough task .
শুন হতভাগা ভাই। সংসদ ভবনের ভিতর কিন্তু সংসদ সচিবালয় আছে। আর সেখোনে সব সময় কর্মচারিরা থাকে। তার পর সারাক্ষণ পুলিশ সদস্য পাহারায় থাকে, এখন কথা হলো পুলিশ পাহারার জায়গা আছে, কিন্তু এ পুলিশ সদস্যদের টয়লেট কোথায়? আর দলিয় চেলাবেলারা তো অনুমোদন ছাড়াই সব সময় সংসদের এরিয়ায় তাদের ডারলিং নিয়ে সময় কাটায়! যাক আর বললাম না।
০ যারা পাহারা দিতে আসছে তাদের টয়লেট সাড়ার জন্য আলাদা ব্যবস্থা না থাকাটা খুব রেয়ার , বিশেষ করে দেশের এই হাইয়েস্ট জায়গায় তো প্রশ্নই আসে না ।
''যাক বুঝা যায় তুমি এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন লোক! আশা করি আর এ কাজ করিওনা।''
০ যাক বুঝা যায় কোথায় কোথায় এসব জিনিস পড়ে আছে তার ছবি তোলা আপনার কাজ ।
চুক চুক
ভাই লিংকটা দেননা কেন???????????????????????????????????????????/////// m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/ m/
ইহা কি শুনাইলেন
মন্তব্য করতে লগইন করুন