রক্তাক্ত জমিন ...

লিখেছেন লিখেছেন শাহীনুর আলম ০৫ মার্চ, ২০১৩, ০২:১১:১১ রাত



রক্তে রক্তে শক্ত হচ্ছে

বাংলার সবুজ জমিন ।

শহীদি মিছিল দীর্ঘ হচ্ছে

বাড়ছে মোদের ঋণ ।

কত শহীদ রক্ত দিলে

মাটি হয় পোক্ত ?

কত মায়ের অশ্রু জলে

জমিন হবে সিক্ত ?

হাজার কোটি লক্ষ শহীদ

দিয়ে যাবে যত প্রাণ ।

সংগ্রামী চেতনায় উজ্জ্বল হয়ে

বাড়াবে আন্দোলনের শান ।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File