অনলাইনে ইসলামী অধ্যয়নঃ ভিডিও ও বই রিসোর্স

লিখেছেন লিখেছেন সময়ের কথা ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:০৩:৫৫ সকাল

এই নোটটির প্রস্তুতিতে আমার সামনে চ্যালেঞ্জ ছিল উত্তম ও গ্রহনযোগ্য আলেমের আলোচনা যারা ইসলামের ব্যাপারে কুরআন-হাদীসের শিক্ষার আলোকে বিষয়গুলো গুছিয়ে বলেন এবং ইসলামের বিভিন্ন টপিকের উপরে আলোচনা করেন বা করেছেন। এধরনের সিরিজ বা বিস্তারিত আলোচনা কোন উত্তম আলোচকের পক্ষ থেকে পাওয়ার ব্যাপারে আমাকে নিজে শুনে ও পড়ে সময় দিয়ে সিলেক্ট করতে হয়েছে। তাছাড়া বুক রিসোর্সের ব্যাপারে মৌলিক রিসোর্সগুলোকেই আমি পাওয়ার চেষ্টা করেছি।

১/ ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে আপনি প্রতি সপ্তাহের ইষ্ট লন্ডন মসজিদের খুতবাহ শুনলে আমার কাছে উত্তম মনে হয়। শায়খ আব্দুল কাইয়্যুম সাহেবকে আমি কখনো দেখিনি, কিন্তু ইউরোপের সবচেয়ে শ্রদ্ধাভাজন একজন আলেম হিসেবে সবাই তাঁকে দেখেন। খুতবাহগুলো বাংলায় এবং ইংরেজীতে আছে, পাবেন এখানেঃ

https://www.youtube.com/user/theeastlondonmosque/videos

২/ জীবনের খুটিনাটি বিষয়গুলোতে ইসলামী আচরনকে বুঝা এবং তা জীবনে বাস্তবায়িত করার ব্যাপারে নুমান আলী খান সবচেয়ে ইফেক্টিভ বক্তাদের একজন। আপনি প্রতি সপ্তাহে ১-২ টি লেকচার ফলো করতে পারেন এখান থেকেঃ

https://www.youtube.com/user/NAKBangla/videos

৩/ ইসলামের ব্যাপারে গভীর ও তাতপর্যপুর্নভাবে কিছু বুঝতে চাইলে আপনার হাতে অন্যতম রিসোর্স হিসেবে আসবে ইয়াসির কাজীর লেকচারগুলো। মুলত এগুলোর বাংলা থাকলে আমি আপনাকে সবার আগে ইয়াসির কাজীর লেকচারগুলোই শুনতে বলতাম ধীরে ধীরে। ইংরেজী শুনতে বিরক্তিবোধ না করলে ইয়াসির কাজীর লেকচারগুলো এই ভুবনে সেরাদের তালিকায় থাকবে ইনশা আল্লাহ। আপনি সপ্তাহে ১-২টি করে শুনতে পারেন এখান থেকেঃ

https://www.youtube.com/user/YasirQadhi/videos

ইয়াসির কাজীর লেকচারে ইসলামের বিভিন্ন টপিক, সমসাময়িক বিষয়, যুগোপযুগী অনুধাবন ইত্যাদিই নয়, আপনি চাইলে পুরো সিরাত (রাসুল (স) এর জীবনীকে) একটি সিরিজ হিসেবে শুনতে পারেন যার প্রথম খন্ডের লিঙ্ক এখানেঃ

https://www.youtube.com/watch?v=VOUp3ZZ9t3A

সাহাবাদের জীবনীকে সিরিজ হিসেবে শুনতে পারেন এখানেঃ

পুরো সিরিজ এখানেঃ https://www.youtube.com/watch?v=yASuD-M-pFU

আবু বকর (রা)- https://www.youtube.com/watch?v=MF-dGmrUbiI

উমর (রা)- https://www.youtube.com/watch?v=Z4MK8RnX_fQ

উসমান (রা)- https://www.youtube.com/watch?v=ETVPdM-OW5Q

৪/ ইসলামের ব্যাপারে পড়তে চাইলে আপনি শুরু করতে পারেন এই ব্লগের পোষ্টগুলো থেকে। অত্যন্ত জীবন ঘনিষ্ট ব্যাপারে এই ব্লগপোষ্টগুলো লিখিত এবং আপনি প্রতিটি নতুন পোষ্টের জন্যে ইমেইলে নোটিফিকেশন পেতে পারেন।

http://blog.iiph.com/

৫/ বাংলায় ইসলামী স্টাডির ক্ষেত্রে যদি বই হিসেবে পড়তে চান তবে বাংলাভাষায় সবচেয়ে বড় রিসোর্স হিসেবে পাবেন এই সাইটিকে যেখানে কুরয়ান-হাদীস, মাসয়ালা-মাসায়েল ও সাধারন ইসলামী সাহিত্য থেকে শুরু করে সুরুচিপুর্ন শত শত বাংলা বইয়ের সমাহারঃ

http://amarboi.org/

এই সাইটের ভিডিও ক্যাটেগরিতেও আপনি চমৎকার কিছু ভিডীও পাবেন যা ইসলামের কিছু মৌলিক বিষয়ে আপনার জ্ঞানের পিপাসা মেটাবে ইনশা আল্লাহ। প্রেজেন্টেশন সেকশনে পাবেন কিছু ইসলামী আলোচনার সামারি যদি আপনার আগ্রহ হয়।

৬/ কোর্সের মত করে প্রাইমারী, সেকেন্ডারী, এডভান্সড লেভেলে ইসলামী জ্ঞানের চর্চার জন্যে আপনি এই সাইট ফলো করতে পারেন, যদিও এখানে মুলত বই হিসেবে এগুলো আছে এবং এটি একটি সংগঠনের নিজস্ব সাইট। কিন্তু অর্গানাইজ ইসলামী নলেজের এমন আয়োজন পাওয়া বিরলঃ

http://www.icsbook.info/category/hadith

৭/ পরিশিষ্টে আমি আরো কিছু ইসলামী আলোচকের ভিডিও লিঙ্ক দিতে পারি যাদেরকে উত্তম বা পছন্দনীয় মনে করলে ব্যবহার করতে পারেনঃ

বাংলাভাষায় সহজসরল ও বস্তুনিষ্ঠভাবে ইসলামের শিক্ষা দেয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ আল্লামা দেলওয়ার হোসেন সাইদী যার কোন কোন আলোচনা কয়েক মিলিয়ন টাইমস মানুষ শুনেছে উপকৃত হওয়ার জন্যে- https://www.youtube.com/user/banglawaaz/videos

উদাহরন- https://www.youtube.com/watch?v=_yI67U4D3xA

https://www.youtube.com/watch?v=oKIF6iahdmM

https://www.youtube.com/watch?v=LDpA24eUoKg

ইসলামী জীবন জিজ্ঞাসার জন্যে শায়খ মাহমুদুল হাসান মাদানী (NTV London)- https://www.youtube.com/watch?v=QOnNix_C9NA

টপিক ভিত্তিক ইসলামী আলোচনার জন্যে শায়খ তাজুল ইসলাম (IKRA TV London)- https://www.youtube.com/watch?v=hLJE860Fwak

এগুলো অনেকটা এক একটা কোর্সের মত। আপনার মোটামুটি টিনেজার সন্তানদেরকে নিয়েও আপনি এগুলো শুনতে বা পড়তে পারেন। সর্বোপরি কথা হলো, ইসলামী জ্ঞান চর্চা আমাদের দায়িত্ব। জ্ঞানচর্চা অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে আসে। কিন্তু এটি অধ্যবসায়ের ব্যাপারে। নিজের উপরে অতিরিক্ত চাপ না নিয়ে ধীরে ধীরে সপ্তাহে ১-২ বিষয়ে জানার মাধ্যমে শুরু করা যায়। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360403
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৩৫
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত উপকারী অনেক বিষয়ের সন্ধান দিলেন৷ ধন্যবাদ আপনাকে৷
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
298715
সময়ের কথা লিখেছেন : Happy reading!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File