এরা কেবল "Political Illiterate" নয়, "Islami Illiterate" ও বটে

লিখেছেন লিখেছেন সময়ের কথা ০৯ এপ্রিল, ২০১৪, ০৪:৪৯:১৭ বিকাল

চবিতে পড়াকালীন সময়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের কিছু ছাত্রে মুখে মনে হয় প্রথম শুনেছিলাম কথাটা। তারপর মনে হয় চাকুরী জীবনের প্রথম দিকে আমার ভার্সিটির শিক্ষক কলিগদের কাছে শুনেছিলাম কথাটা। এরপর শুনেছে কোরিয়াতে থাকা কিছু বাংলাদেশীদের কাছে। কথাটা হলঃ "I hate politics"। ডেনমার্কেও কারও কারও কাছে শুনেছি কথাটা।

"সবচেয়ে জঘন্য ও নিকৃষ্ট অশিক্ষিত ব্যক্তি হল রাজনৈতিক শিক্ষাহীন ব্যক্তি (Political Illiterate)। সে শোনেনা, কথা বলে না, এমনকি রাজনীতি (বৃহত্তর সামাজিক ও রাষ্ট্রীয় ) সম্পর্কিত ইভেন্টগুলোতে অংশও নেয় না। সে জানে না জীবনের মূল্য কি, সে জানে না মাছের দাম, ময়দার দাম, বাসা ভাড়া, জুতোর দাম, এমনকি ঔষধের দাম পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করে। রাজনৈতিক অশিক্ষিত ব্যক্তি এতোই মুর্খ্য ও গোয়ার যে, সে গর্ব করে বুক ফুলিয়ে "hate politics" কথাটা বলে তার মুর্খ্যতাকে আরো ফুটিয়ে তোলে। এই মুর্খ্য এটাও জানে না যে, তার রাজনৈতিক অশিক্ষা একপ্রকারের বেশ্যাবৃত্তি, জারজ সন্তান, সর্বোচ্চ পর্যায়ের চোর-বাটপার, খারাপ রাজনীতিবিদ, এবং রক্তচোষা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কোম্পানী তৈরি করে" - Bertolt Brecht

অন্যরা বলুক সমস্যা নাই, কিন্তু অদ্ভুত লাগে কিছু মুসলিমকে এসব কথা বলতে শুনলে। তারা যে দ্বীনের অনুসারী সে দ্বীনের প্রধানশিক্ষক তাঁর জীবনের পরতে পরতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার খুটিনাটি প্রতিটী বিষয় নিয়ে Deal করেছেন। অথচ তাঁর অনুসারীরা লিপ্ত হয়েছে কেবল নামাজ-রোজা-খতনা-মিষ্টি খাওয়া নিয়ে। নামাজ-রোজা দ্বীনের ভিত্তি, কিন্তু দ্বীনের পূর্নাঙ্গ অবয়ব গড়ে ওঠে দ্বীনের প্রতিষ্ঠা ও সমাজে সামষ্টিকভাবে মানার মাধ্যমে। যে এই পুর্নাঙ্গ দ্বীনের অবয়ব গড়ায় আগ্রহ দেখায় না, সে নিজের উগ্রতায় দ্বীনের কিছু অংশ শেখার ও মানার সুযোগ পেলেও, তার পরবর্তী প্রজম্ম ততটুকুও পাবে না।

একজন মুসলিম কখনো "Hate politics" বলতে বা লিখতে পারে না, সে সর্বোচ্চ রাজনীতিকে জটীল বলতে পারে, কিন্তু ঘৃনা করতে পারে না। সে কি এমন কিছুকে ঘৃনা করতে চায়, যা তার রাসুল (স) করেছেন? আফসোস এসব নামধারী মুসলিমদের জন্যে, যারা কেবল Political illiterate নয়, বরং Islami illiterate too.

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205132
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৮
আঁধার কালো লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
205145
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
আমি মুসাফির লিখেছেন : একজন মুসলিম কখনো "Hate politics" বলতে বা লিখতে পারে না, সে সর্বোচ্চ রাজনীতিকে জটীল বলতে পারে, কিন্তু ঘৃনা করতে পারে না। সে কি এমন কিছুকে ঘৃনা করতে চায়, যা তার রাসুল (স) করেছেন? আফসোস এসব নামধারী মুসলিমদের জন্যে, যারা কেবল Political illiterate নয়, বরং Islami illiterate too.

আপনার সাথে একমত। আপনি এই যুগোপযোগী পোষ্টটি ব্লগে আনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
205237
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। আসলে কিছু তথাকথিত হিরোহিরোইন এর মুখে আই হেইট পলিটিকস কথাটি ছড়িয়ে দিয়ে শোষকরা সাধারন জনগনকে এই বিষয়ে নির্লিপ্ত রাখতে চায়। রাজনিতি আমাদের জিবনের অনেক কিছুই নিয়ন্ত্রন করে। অথচ অনেকেই আমি রাজনিতি বুঝিনা বলাকে ক্রেডিট মনে করেন। এটাও মুলত অসৎ রাজনিতিবিদ দেরই একটি কেীশল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File