তামিমের বিয়েতে সপরিবারে মাওলানা নিজামীঃ কেসস্টাডি

লিখেছেন লিখেছেন সময়ের কথা ২৮ জুন, ২০১৩, ০৪:৫০:০২ রাত

একটি দৃশ্য কল্পনা করুন।

তামিমরা একটি হলরুমে আর তার বঊরা আরেকটা হলরুমে। একরুমে মাওলানা নিজামী তামিমের হাত ধরে কেক কেটে তাকে খাইয়ে দিলেন। তার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। একসাথে রাতের এশার নামাজ আদায় করলেন। তামিমও কখনো কোণ দুর্নীতি বা অসদুপায়ের সাথে জড়ীত হবেন না এই স্পিরিট পেলেন, ঠিক মাওলানা নিজামীর মত। দেশের কল্যানে মানুষগুলোকে একটু আনন্দ দেয়াটাকে তামিম ইবাদাত হিসেবে নিলেন (কেবল নিজের ক্যারিয়ারের জন্যে নয়)। সবাই সাধুবাদ জানিয়ে বিদায় নিলেন।

অন্যরুমে শামসুন্নাহার নিজামীও কেক কাটলেন, দুয়া করলেন তামিমের স্ত্রীকে। তাদের বরকতের জণ্যে, উত্তম শান্তিময় জীবনের জন্যে। তামিমের স্ত্রী স্পিরিট নিলেন, স্বামীর মত করে মানুষের সেবায় নিজের সেলিব্রেটি স্ট্যাটাসকে কাজে লাগাবে কল্যানমুখীতায়, যেমনটি শামসুন্নাহার নিজামী করছেন। মহিলা আত্মীয়রা আনন্দে আপ্লুত হল।

সেদিন কবে আসবে। হয়তো তামিমের জীবনে সেটি ঘটবে না, কিন্তু তার জায়গায় আসা আরো কোন উত্তম সেলিব্রেটির জীবনএ ঘটবে সেটি, ইনশা আল্লাহ।

প্রসঙ্গ নীচের ছবিটি।





Rose Rose Rose

---------------------------

ইসলামে গোড়ামীর কোন স্থান নেই। তাই গোড়ামীর জাল ছিন্ন করে সঠিক চিন্তায় ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার প্রচেষ্টা দেখুন এই পোষ্টেঃ গোঁড়াদের ঘোড়সওয়ারী ও তীরন্দাজীর ইসলাম বনাম বুঝদারদের ক্রিকেট-ফুটবল সমেত ইসলাম

ইসলামী প্রজাতন্ত্র ইরান নিয়ে অনেকের প্রশ্নের অন্ত নেই। শিয়া-সুন্নীর বিভেদ কেবল নয়, বরং কাফির-মুসলিমের বিভেদে গিয়েও আলোচনা শেষ হয় না। ইরান নিয়ে কিছু চিন্তাকর্ষক কথা পড়ুন এক নিঃশ্বাসেঃ ইসলামী ঐক্যের ভিত্তিঃ ইরান প্রসঙ্গে আলোচনা

ইসলামের সঠিক বুঝ পাওয়ার ক্ষেত্রে এই পোষ্টটিতে কিছু চিন্তাকর্ষক পয়েন্ট তুলে ধরা হয়েছেঃ ইসলামের যুগ বা জাতিবদ্ধতার বিশ্লেষনঃ ইসলাম কি আরবীয়, মধ্যযুগীয় বা প্রাচীন যুগীয়

আমার ফেসবুকঃ Mohamad Ahsanul Haque Arif

বিষয়: বিবিধ

১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File