ইসলামী ঐক্যের ভিত্তিঃ ইরান প্রসঙ্গে পর্যালোচনা

লিখেছেন লিখেছেন সময়ের কথা ১৯ জুন, ২০১৩, ০৪:০৯:২৩ রাত

আজকে শিয়া সুন্নী নিয়ে যারা মারামারি করে বা করতে চায়, তারা কাওমী-আলীয়া নিয়েও করবে, জামায়াত-তাবলীগ নিয়াও করবে, তাবলীগ-সালাফী নিয়াও করবে, সালাফী-চরমোনাই নিয়াও করবে, চরমোনাই-খেলাফত নিয়াও করবে। মুলত মাওলানা মওদুদীর লেখা ভাঙ্গাগড়া ও অধ্যাপক গোলাম আযমের লেখা ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন এই দুটি বই পুরাতন হলেও সবার পড়া দরকার। ছোট্ট দুটি বই। আর মাওলানা মওদুদীর অমীয় বানীটি স্মরন রাখা দরকারঃ "ইসলাম হল একটি বাগানের মত, আর ইসলামী সংগঠনগুলো হল সেই বাগানের একাধিক মালী। যাদের কেউ সার দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ নিড়ানি দিচ্ছে, কেউ গাছ লাগাচ্ছে"।

ইরানের ভেতরকার অবস্থা জানি না, তবে শুনেছি অর্থনৈতিকভাবে এখনো খুব দুর্বল। অর্থনৈতিক দুর্বলতার কারনে তৈরি অনৈতিকতা কেবল আদর্শ দিয়ে মোকাবেলা করা যায় না। অর্থনৈতিক শক্তিশালী ভিত্তি প্রয়োজন হয়। একজন অফিসের পিয়ন যত কম বেতনই পাক না কেন, সিদকাটার চোর হয় না, বা সারাদিন ডিউটি করে সন্ধ্যার পর ছুরি ধরে ছিনতাই করতে যায় না। কারনটা সবার বোঝা দরকার। অর্থনৈতিক উন্নয়ন একটি বড় ফ্যাক্টর একটি কল্যানমুখী দেশ গড়ার জন্যে। ইসলামীস্টদের জন্যে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে আগামী কয়েক দশকে।

ইরান এখনো পর্যাপ্ত সময় পায়নি বলেই আমার মনে হয়। আর তাই তাদের অর্থনৈতিক উন্নয়ন এখনো কাংখিত পর্যায়ে পৌছেনি। ১৯৭৯ তে বিপ্লবের পর প্রায় ১০ বছর ছিল যুদ্ধাবস্থা। অর্থনীতি ভেঙ্গে পড়েছিল, দুর্নীতি ঢুকে পড়েছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে। পুরুষের সংখ্যা আশংকাজনক হারে হ্রাস পেয়েছিল। মহিলারা গোপনে পতিতাবৃত্তিতে নেমে পড়েছিল অভাবের তাড়নায়। সেই অবস্থা থেকে উঠে আসার জন্যে এখনো পর্যন্ত ২০ বছর তারা সময় পেয়েছে মাত্র। ফিলিস্তিন-লেবাননের মুক্তিকামীদের সাহায্য থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে একটি বিরাট সামরিক ব্যালেন্স তৈরিতে (যদি এখনও খুবই দুর্বল ব্যালেন্স) ইরানের অবদান অস্বীকার করা যায় না। (তুরস্ক নিয়ে অন্যসময় লিখব, কারন তারাই সবচেয়ে শক্তিশালী এই ব্যাপারে। কিন্তু ইরানই ফ্রন্টলাইন যোদ্ধা)। ইরান নিয়ে বহু স্টেরিওটাইপ আছে, আছে অনেক জল্পনা কল্পনা। সহজভাবে বলার চেষ্টা করলাম, আসলে কি অবস্থা। নীচের তিনটি ভিডিও ইরানীদের কেউ কেউ প্রচার করে থাকে। অনেকের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে ভাল হতে পারে মনে করে শেয়ার দিলাম। একটু সময় নিয়ে দেখে ফেলতে পারেনঃ

১। Iran Before 1979

http://www.youtube.com/watch?v=dF47rrHd7wo

(এইভিডিওটায় প্রগতিবাদী(!!) আবালদের স্বপ্নগুলো দেখবেন। এরা মনে করে মেয়েরা বিকিনি, হাফপ্যান্ট, শর্ট স্কার্ট পরে পার্টিতে নাচলে আর গলা মিলিয়ে বিয়ার খেলেই দেশ আমেরিকা হয়ে যাবে। এদের জন্যে আফসোস। তারা এই ভিডিওটা বানাইছে ১৯৪০, ১৯৫০, ১৯৬০, ১৯৭০ সালের ছবি দিয়ে এইটা বুঝানোর জন্যে যে তখন ইরান কত উন্নত ছিল। দেখে ভিডিওতে ওরা উন্নতি বলতে আসলে কি বুঝে।)

২। What you may not know about Ahmadinejad

http://www.youtube.com/watch?v=JyWul35JnjY

৩। ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশের শেখ হাসিনার ইন্টারভিঊ আপনারা দেখেছেন। এবার এটি দেখুন। কোয়ালিটির পার্থক্য বুঝবেন। পারভেজ মোশাররফেরটাও এখানে আছে।

http://www.youtube.com/watch?v=u0_FyjmYlrU

এই পোষ্টের নীচে প্রথম কমেন্টটি দেখুন যেখানে কিছু এনালাইসিস আছে ইরানে অবস্থানরত একজন ভাইয়ের। যারা আকীদা, শরীয়া নিয়া তর্ক করতে চান তাদের জন্য জরুরী। আশাকরি বুঝবেন। লিঙ্ক হলঃ https://www.facebook.com/umayir09/posts/588075321213048

শিয়া সুন্নী নিয়ে ইসলামে বিভেদ সৃষ্টিকারী মানুষের সংখ্যা কম নয়। এই লিঙ্কটিতে পাবেন কিভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার পরিচয়। আর লিঙ্কের কমেন্টে এর জবাবও পেয়ে যাবে। বুঝে শুনে পড়ুন। http://www.somewhereinblog.net/blog/abu_uzair/29667544

Rose Rose Rose

---------------------------

ইসলামের সঠিক বুঝ পাওয়ার ক্ষেত্রে এই পোষ্টটিতে কিছু চিন্তাকর্ষক পয়েন্ট তুলে ধরা হয়েছেঃ ইসলামের যুগ বা জাতিবদ্ধতার বিশ্লেষনঃ ইসলাম কি আরবীয়, মধ্যযুগীয় বা প্রাচীন যুগীয়

আমার ফেসবুকঃ Mohamad Ahsanul Haque Arif

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File