ভাঙা গড়ার খেলা
লিখেছেন লিখেছেন মারিয়াম ০৮ এপ্রিল, ২০১৩, ০১:৩২:৩৯ দুপুর
নানু বাড়ির খুব কাছেই হালদা। ভাঙনের অভিজ্ঞতা তবু ছিল না আমার। ভিটেমাটি হারানো মানুষের গল্প পড়েছি কেবল। এই প্রলয়-কবলে যে আমরাও পড়ব ভাবিনি একদম! ধুম করে একদিন বেধে গেল হৈচৈ। “বাড়ি আছে? বাড়ি আছে? আপনারটা? তোমারটা? তোরটা?”; নেই? নেই আমারটাও! পুরো বসতিই তছনছ। নতুন করে তৈরি করে নিতে হবে সবটাই। হারিয়েছে যা তা কি আর পাওয়া যায়?
মনটা বেদনাতুর! না না, বাড়ি তৈরির সরঞ্জাম যোগার হয়ে যাবে ঠিক। নতুন বাড়ি তৈরির ধকল? পরিশ্রম হবে খুব? সে না হয় সয়ে নিলাম।
তবে? তবে এত বেদনা জমাও কেন মনে?
বেদনা? সে বুঝি বাড়ি হারানোর?
নয়?
নাহ!
তবে?
বাড়ির উঠোনে সেই মুখর আড্ডাগুলি? সেই হাসি গান? সেই পুরনো বন্ধু সব...
ফিরে আসবে সবই। বাড়ির আঙিনা হবে মুখরিত আবার! আলোয় ঝলমল!
ভাঙনের নৃত্তে মত্ত যারা, তারা তো নেই থেমে। আমরা যারা গড়তে চাই, যেটুকু আছে তাই দিয়ে, আমরা কেন তবে রব নিশ্চুপ?
[সোনারবাংলাদেশ ব্লগ হারানোর অভিজ্ঞতা থেকে রচিত।]
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন